খুব শীঘ্রই জনপ্রিয় ক্রুজার বাইক ‘Royal Enfield Super Meteor 650’কে টেক্কা দিতে চলেছে চীনের ‘Benda LFC700।’ ইতিমধ্যেই মহাবীর গ্রুপের অন্তর্গত ‘আদিশ্বর অটো রাইড ইন্ডিয়া’র মাধ্যমে ভারতের মাটিতে পদার্পণ করেছে বেশ কিছু বৈদেশিক বাইক নির্মাণকারী সংস্থা। সেই তালিকাতেই রয়েছে চীনের সংস্থা ‘ব্লেন্ডা’। ২০২৩ অটো-এক্সপো’তে হাজির হয়েছিল তারা।
যেখানে বেশ কিছু বাইক প্রদর্শিত হয়েছে। যার মধ্যে অন্যতম হলো মধ্যবিত্ত ওজনের ক্রুজার বাইক ‘LFC700’। জানা গিয়েছে, এই বাইকের সবথেকে বেশি হাইলাইট অংশ হলো এটির ইঞ্জিন। ৬৮০ সিসির চারটি সিলিন্ডার যুক্ত শক্তিশালী ইঞ্জিন ১১০০০ আরপিএম গতিতে সর্বোচ্চ ৯১ বিএইচপি শক্তি এবং ৮,৫০০ আরপিএম গতিতে সর্বাধিক ৬৩ এনএম টর্ক উৎপাদন করতে সক্ষম।
সাথে যুক্ত রয়েছে ৬ ধাপযুক্ত গিয়ারবক্স। ডিজাইনের দিক দিয়ে দেখতে গেলে এই বাইকের সামনে রয়েছে চোঙাকৃতি এলইডি হেডল্যাম্প এবং টারবাইনের মতো তার কভার। ক্রুজার স্টাইলের হওয়ায় এর সিটের উচ্চতা যথেষ্ট কম এবং এটি সিঙ্গেল সিটযুক্ত মডেল। ২০ লিটারের ফুয়েল ট্যাঙ্ক যুক্ত রয়েছে এতে। এ বাইকের সর্বোচ্চ গতিবেগ হবে ১৯৫ কিলোমিটার প্রতি ঘন্টা।
অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে KYB’এর ইউএসডি ফর্ক এবং পিছনে মনোশক অ্যাবজর্ভার। ব্রেকিং সিস্টেম হিসেবে সামনের চাকায় ডুয়েল ডিস্কের সঙ্গে Brembo ক্যালিপার যুক্ত থাকলেও পিছনে থাকছে সিঙ্গেল ডিস্ক। একইসাথে স্ট্যান্ডার্ড হিসাবে ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। চীনের বাজারে এই মডেলের দাম ৫.৫৭ লাখ টাকা। তবে ভারতের বাজারে দাম কত হবে তা এখনো জানা যায়নি।