লাইফস্টাইল

Astrological Tips for Good Luck: বৈশাখ মাসে এই ছোট্ট কাজ করলে মিলবে মা লক্ষীর আশীর্বাদ, জুটবে প্রচুর ধনসম্পদ!

Advertisement
Advertisement

দেখতে দেখতেই শুরু হয়ে গেল নতুন একটা বছর। চলতি সপ্তাহের রবিবার অর্থাৎ ১৪ এপ্রিল সর্বত্র পালিত হয়েছে পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম এই দিন অত্যন্ত শুভ বলে উল্লেখ করা হয়েছে শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্রে। এমন অনেকেই রয়েছেন যারা নতুন বছরের প্রথম দিনেই সেরে ফেলেছেন গণেশ এবং লক্ষ্মী পুজো। বিশেষ এই দিনে ব্যবসায়ীরা হালখাতা করে ব্যবসার শুভ সূচনা করেন। তবে কেবলমাত্র বৈশাখ মাসের প্রথম দিনটা নয়। সমগ্র মাস জুড়েই যদি বেশ কিছু কাজ করা যায় তাহলেই কিন্তু খুলে যাবে সৌভাগ্যের দরজা।

সবেমাত্র শুরু হয়েছে বৈশাখ মাস। এই মাসের হাত ধরেই শুরু হয়েছে নতুন বঙ্গাব্দ। এই মাসের মাহাত্ম্য অনেক। বিশাখা নক্ষত্র থেকে নামকরণ করা হয়েছে এই বৈশাখ মাসের। এমনকি প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই মাসকে অনেকেই ভগবান বিষ্ণুর মাস হিসেবেই চিহ্নিত করে থাকেন। বৈশাখ মাস অনেকের কাছেই পরিচিত মাধবমাস হিসেবে। এই মাসে যদি পূর্ণ অর্জন করতে হয় তাহলে একগুচ্ছ কাজ করতে হবে। এমনটাই বলছেন জ্যোতিষীরা। কী কী কাজ করবেন? দেখে নিন এক নজরে।

তৃষ্ণার্তকে জল দান করুন- তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সর্বদা যেন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে গলা। আর সে কারণেই বাইরে থেকে বাড়িতে এসেই গলা ভেজানোর জন্য জল পান করছি আমরা। তবে যদি পূর্ণ অর্জন করতে হয় তাহলে এই মাসে তৃষ্ণার্তকে জল পান করাতে হবে। অর্থাৎ জীব সেবা করতে পারলে পূর্ণতা অর্জন করতে পারবেন। পশুপাখিদের এই বিশেষ সময়ে জল এবং খাবার দান করুন। শিবজ্ঞানে করুন সেবা।

সোনা রুপোর গয়না ফেরাবে সৌভাগ্য- সাধারণত ধনতেরাসের দিন অনেকেই সোনা এবং রুপোর গয়না কেনেন। বিশ্বাস করা হয় যে, এই দিন সোনা কিংবা রুপোর অলংকার কিনলে সর্বদা মাথার ওপর হাত থাকে স্বয়ং মা লক্ষ্মীর। তবে কেবলমাত্র এই একটি দিন নয়। মা লক্ষ্মীকে যদি তুষ্ট করতে হয় তাহলে বৈশাখ মাসে পালিত হওয়া অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিংবা রুপোর গয়না কিনতেই হবে।

জমি কিংবা বাড়ি কিনুন- দীর্ঘদিন ধরে যারা জমি কিংবা ফ্ল্যাট কেনার পরিকল্পনা করছেন তাঁরা বেছে নিতে পারেন বিশেষ এই সময়টা। কারণ জ্যোতিষ শাস্ত্রে উল্লেখ রয়েছে এই সময় বাড়ি কিংবা জমি কিনলে মিলবে শুভ ফল।

ভুল করেও বেশিক্ষণ ঘুমাবেন না- বৈশাখ মাসে কিন্তু দীর্ঘক্ষণ ঘুমানো মোটেই উচিত নয়। বরং সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে ভগবানের আরাধনা করুন। একইসঙ্গে নিয়মিত তুলসী গাছের সেবা যত্ন করুন।

Related Articles