নিউজ

এবার বাড়ির মহিলারাও পাবে পেনশন, প্রতিমাসে টাকা দেবে সরকার

Advertisement
Advertisement

Pension Scheme For Women: মহিলাদের কথা মাথায় রেখে একের পর এক উদ্যোগ নিয়ে চলেছে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্র সরকার। আর এবার চালু হলো নয়া প্রকল্পের পথ চলা। এই প্রকল্পের নাম ‘মুখ্যমন্ত্রী একল নারী সম্মান পেনশন যোজনা’ (Mukhyamantri Ekal Nari Samman Pension Yojana)। বিধবা, বিবাহ বিচ্ছিন্নতা বা বিয়ের পর কোনো কারণে যদি মহিলারা একা থাকতে বাধ্য হন তাহলে সেই সব মহিলাদের ভাতা দেওয়া হবে এই প্রকল্পের আওতায়। কীভাবে করতে হবে আবেদন? কত টাকা করে মিলবে প্রতিমাসে? এক নজরে দেখে নেওয়া যাক খুঁটিনাটি নানান তথ্য।

এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদের ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই প্রকল্পের আওতায় বয়স অনুযায়ী আর্থিক সাহায্য করা হবে মহিলাদের। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, যদি আবেদনকারী মহিলার বয়স ১৮ থেকে ৫৫ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তিনি প্রত্যেক মাসে পেয়ে যাবেন ৫০০ টাকা। বয়স যদি হয় ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে তাহলে তিনি প্রত্যেক মাসে পাবেন ৭৫০ টাকা। আবার ৬০ বছর থেকে ৭৫ বছর বছরের মহিলারা প্রত্যেক মাসে পাবেন ১০০০ টাকা। ৭৫ বছর বয়স পেরিয়ে গেলে মহিলাদের হাতে তুলে দেওয়া হবে প্রতি মাসে ১৫০০ টাকা

কারা করতে পারবেন আবেদন-

এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই মহিলাদের বয়স হতে হবে ১৮ বছর।

জীবন যাপনের জন্য নিয়মিত আয়ের কোনো উৎস নেই এমন মহিলারাই আবেদন করতে পারবেন এই প্রকল্পের জন্য।

যেসব মহিলার বার্ষিক আয় ৪৮ হাজার টাকার কম তারাও করতে পারবেন আবেদন।

কীভাবে করা যাবে আবেদন-

এই প্রকল্পে আবেদন করার জন্য সরাসরি চলে যেতে হবে দুঃস্থ মহিলাদের অফিসিয়াল পোর্টালে। অথবা ক্লিক করা যেতে পারে এই লিঙ্কে https://ssp.rajasthan.gov.in/LoginContent/MidLogin.aspx

এরপর আবেদনপত্র সহ একটি পৃষ্ঠা খুলে যাবে আপনার মোবাইল কিংবা ডেস্কটপের স্ক্রিনে।

সেখানেই যাবতীয় তথ্য দিয়ে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট করতে হবে আপলোড।

দিয়ে দিতে হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

আবেদনকারীর আয় সম্পর্কিত বিভিন্ন তথ্য আপলোড করতে হবে।

একেবারে শেষে সাবমিট বাটনে করতে হবে ক্লিক।

এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে অবশ্যই রাজস্থানের বাসিন্দা হতে হবে।

Related Articles