বিনোদন

শাহরুখ খানের বডিগার্ডের মাসিক বেতন লজ্জায় ফেলবে নামি-দামি কোম্পানির ‘CEO’দের, টাকার অঙ্ক জানলে চমকে যাবেন

Advertisement
Advertisement

Shah Rukh Khan: বলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। তাঁকে একবার সামনে থেকে দেখতে প্রত্যেক রবিবার মান্নাতের সামনে ভিড় জমান হাজার হাজার ভক্ত। তিনি শাহরুখ খান (Shah Rukh Khan)। বছরের পর বছর ধরে অভিনয় জগতে চালাচ্ছেন রাজত্ব। একটা সময় সিরিয়ালের হাত ধরে অভিনয় জগতে পা রাখলেও বর্তমানে তাঁর রাজত্ব বলিউড ইন্ডাস্ট্রিতে। রোমান্টিক হিরো হিসেবেই করেছিলেন আত্মপ্রকাশ। আজকাল নিজের চরিত্রে ব্যাপক বদল নিয়ে এসেছেন কিং খান। রোমান্টিক হিরো থেকে সোজা হয়ে উঠেছেন অ্যাকশন হিরো। তবে আজকের প্রতিবেদনে শাহরুখ খানকে নিয়ে নয়, কথা হবে অভিনেতার ছায়াসঙ্গী রবি সিংহকে নিয়ে।

বাদশাকে আগলে রাখা, তাঁকে রক্ষা করাই প্রধান কাজ হল শাহরুখ খানের ছায়াসঙ্গী রবি সিংহর। সালমান খানের দেহরক্ষী শেরার মতো না হলেও শাহরুখের নিরাপত্তার দায়িত্ব কিন্তু যথেষ্ট নিপুণতার সঙ্গেই পালন করে চলেছেন রবি সিংহ। আর এই কাজ করার জন্য প্রত্যেক বছর মোটা অঙ্কের টাকা পারিশ্রমিক পান তিনি। বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী অন্তত তেমনটাই জানা যাচ্ছে।

নিজেকে বরাবরই আলোকবৃত্ত থেকে দূরে সরিয়ে রাখতে ভালোবাসেন শাহরুখের ছায়াসঙ্গী। তারকাদের নিরাপত্তাররক্ষীর দায়িত্ব পালন করা কিন্তু মোটেই মুখের কথা নয়। ঘড়ি দেখার অবকাশটুকু পান না তাঁরা। পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে পারেন না সময়। দিন হোক কিংবা রাত সর্বদা এদিক ওদিক ছুটে বেড়াতে হয় নিরাপত্তারক্ষীদের। অন্যথা হয় না রবির ক্ষেত্রেও। আর তাইতো বেতন বাবদ কিং খান প্রতি মাসে মোটা অঙ্কের টাকা দেন রবি সিংহকে।

বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রত্যেক বছর এই দায়িত্ব পালন করে ২.৭ কোটি টাকা পারিশ্রমিক পান তিনি। অর্থাৎ মাস গেলে ২২ লক্ষের কিছু বেশি টাকা পান রবি। বলিউড ইন্ডাস্ট্রিতে যে সমস্ত নিরাপত্তারক্ষীরা প্রতি মাসে মোটা অঙ্কের মাইনে পান তাঁদের মধ্যে অন্যতম এই রবি। তবে কেবলমাত্র তিনি একা নন, এই তালিকাতে রয়েছে তাবড় তাবড় অভিনেতাদের নিরাপত্তারক্ষীরা।

সম্প্রতি জানা গিয়েছিল অমিতাভ বচ্চনের নিরাপত্তারক্ষী জিতেন্দ্র শিন্ডের বার্ষিক আয় প্রায় দেড় কোটি টাকা। যদিও এই বিপুল আয়ের কথা প্রকাশ্যে আসা মাত্রই তাঁকে বদলি করে ফেলেছেন শাহেনশা। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত। ২০১৫ সালে মুম্বাই পুলিশের এই কনস্টেবলকে অমিতাভের নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল। আর তারপর থেকেই অমিতাভের সমস্ত নিরাপত্তার দায়িত্ব ছিল জিতেন্দ্রর কাঁধে।

Related Articles