লাইফস্টাইল

ঘরে AC-র সঙ্গে পাখা চালালে কি হয়? জানলে চমকে যাবেন

Advertisement
Advertisement

তীব্র গরমের দাবদাহে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। সামান্য রোদে বেরোলেই হাত পা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। সকাল ৭ টা বাজার আগেই মধ্য গগনে দেখা মিলছে সূয্যি মামার। এই পরিস্থিতিতে ফ্যান কিংবা এসি ছাড়া যেন এক মুহূর্তও কাটাতে পারছেন না বঙ্গবাসী। তবে সারাদিন এবং সারারাত এসি চালিয়েই বিপদে পড়ছেন আমজনতা। মাস পেরোলেই গুনতে হচ্ছে মোটা অঙ্কের বিদ্যুতের বিল। তবে এবার আর নেই সেই চিন্তা। সহজ এই টোটকা জানলেই এক লাফে বিদ্যুতের বিল হবে অর্ধেক।

অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ ধরে এসি চালানোর পরেও ঠিকঠাক ঠান্ডা হচ্ছে না ঘর। এই পরিস্থিতিতে ঠিক কি করা উচিত তা অনেকেই বুঝতে পারেন না। তাই এমন পরিস্থিতির সম্মুখীন হলে মাথার ওপরে থাকা সুন্দর পাখাটি চালিয়ে দেবেন। সিলিং ফ্যানের হেলিকপ্টারের মতো পাখা একটা এয়ার কন্ডিশনারের যথাযথ শীতল ভাব খুব সহজেই পৌঁছে দেবে আপনার কাছে। যদিও অনেকেই মনে করেন এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে হয়তো বিদ্যুতের বিল অনেকটাই বেড়ে যাবে। তবে আদতে কিন্তু এটা মোটেই সত্য নয়। বরং ঘটবে ঠিক উল্টোটা।

দীর্ঘক্ষণ ধরে এসি চালিয়ে রাখলে যে মাত্রাতিরিক্ত ইলেকট্রিক বিল আসার সম্ভাবনা দেখা যায় তা অনেকটাই কমিয়ে দিতে পারে এই সিলিং ফ্যান। একগুচ্ছ গবেষণা থেকে উঠে এসেছে এমনই তথ্য। গবেষকদের দাবি, অতিরিক্ত গরমে মানুষ তখনই সব থেকে বেশি আরাম অনুভব করেন যখন এসির পাশাপাশি সিলিং ফ্যান চালানো হয়। আসলে এসির সঙ্গে যদি সিলিং ফ্যান চালানো হয় তাহলে বাতাসের প্রবাহ বৃদ্ধি পায়। যার ফলে দ্রুত ঘর ঠান্ডা হয়ে যায় এবং ঘরের সর্বত্র এসির ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়ে।

এক নজরে দেখে নেওয়া যাক এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালালে মিলবে আর কোন কোন উপকার

বিশেষজ্ঞরা বলছেন এসি আর সিলিং ফ্যান যদি একসঙ্গে চালানো হয় তাহলে খুব দ্রুত ঠান্ডা হবে ঘর।

ফলে দীর্ঘক্ষণ ধরে এসি চালিয়ে রাখতে হবে না আর এতেই কিন্তু বিদ্যুতের বিল অনেকটাই কম আসবে।

এসি ফ্যান একসঙ্গে চালালে এসিকে খুব একটা কাজ করতে হয় না। এতেই কম্প্রেসারে চাপ অনেকটাই কম পড়ে। ফলে দীর্ঘদিন ভালো থাকে এসি।

তবে মনে রাখবেন, এসির সঙ্গে যদি সিলিং ফ্যান চালাতেই হয় তাহলে কিন্তু এসির তাপমাত্রা অতিরিক্ত কম রাখলে চলবে না বরং রাখতে হবে মাঝামাঝি। বাড়ির সমস্ত জানলা দরজা রাখতে হবে বন্ধ। না হলে এসি কিংবা ফ্যান কোনোটাই কাজে দেবে না।

Related Articles