নিউজলাইফস্টাইল

স্মার্টফোনের পর বাজারে আসছে দুর্দান্ত ফিচার্সসহ ‘Mi’ এর স্কুটার, দাম মধ্যবিত্তের হাতের নাগালেই

Advertisement
Advertisement

বিশ্বের কমদামী ই-স্কুটারগুলির মধ্যে অন্যতম ই স্কুটার আনতে চলেছে এ সংস্থা। শাওমি সাধারণত তার স্মার্টফোনগুলোতে বেশকিছু জনপ্রিয় বৈশিষ্ট্য আনা এবং সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য পরিচিত। এই সাফল্য সূত্র কে কাজে লাগিয়ে এবার এই চীনা সংস্থা ইলেকট্রিক মোটর বাইক তৈরির দিকে নজর দিয়ে নাইনবোট সি 30 আনতে চলেছে।

সম্প্রতি লঞ্চ হওয়া এই ই-স্কুটারটির দাম করা হয়েছিল 22 হাজার টাকা এবং অফিশিয়াল লঞ্চের পর সর্বোচ্চ দাম হয়েছিল 39 হাজার টাকা। সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হওয়ায় গ্রাহকদের প্রচুর পরিমানে আকর্ষণ করেছিল এই ই-স্কুটার। নাইনবোটের প্রাথমিক বাজার হল চীন এবং এখানে প্রচুর সাফল্য অর্জনের পর অন্য দেশেও এটির প্রচার করা হয়েছে।

চীনের স্থানীয় আইন অনুযায়ী স্কুটারটির সর্বোচ্চ গতি ঘন্টায় 25 কিলোমিটারের সীমাবদ্ধ। তবে এটিকে বাইরে নিয়ে যেতে কোন লাইসেন্সের প্রয়োজন হবে না। 35 কিমি/ঘন্টা গতিবেগে শহরে ভ্রমণের জন্য এটি একটি আদর্শ বিকল্প। এছাড়াও আরেকটি সুবিধা হল এর ব্যাটারি থেকে খুলে বাড়ির ভিতরে চার্জ দেওয়া যাবে।

অন্যদিকে স্কুটারটি থামানোর জন্য ব্যবহার করা হয়েছে হাইড্রোলিক ডিস্ক সিস্টেম এছাড়াও পিছনের দিকে রয়েছে ড্রাম ব্রেক। চীনে যদিওবা প্রচুর সংখ্যক সি 30 গ্রাহক রয়েছে তবুও সংস্থা চাইছে আরও বেশি বিস্তার করতে, এটিকে আমেরিকা ও ইউরোপে নিয়ে যেতে। কারণ করোনা আবহের সাধারণ মানুষের ব্যবস্থাগুলি একপ্রকার বন্ধ হয়ে গিয়েছে এই পরিস্থিতিতে স্কুটারটি কাজে আসবে আর দামও মধ্যবিত্তের নাগালে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles