Spacial

ট্রেনযাত্রীদের জন্য বড় সুখবর, বিরাট পদক্ষেপ নিল ভারতীয় রেল

Advertisement
Advertisement

Indian Railways: ভারতের লাইফলাইন বলা হয় ভারতীয় রেল ব্যবস্থাকে। নিত্যদিন ট্রেনে চড়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলেছেন হাফ কোটিরও বেশি মানুষ। আসলে ট্রেনে সফর একদিকে যেমন স্বাচ্ছন্দ্যময় ঠিক তেমনই খরচ হয় অনেকটাই কম। এক দেশ থেকে অন্য দেশ যেতে হোক কিংবা এক রাজ্য থেকে অন্য রাজ্য, সবক্ষেত্রেই ট্রেনের উপরেই ভরসা রাখেন আমজনতা। এমনকি লোকাল ট্রেনে নিত্যদিন চড়ে অফিস, স্কুল, কলেজ যাচ্ছেন বহু মানুষ। এবার মিলল সুখবর। ট্রেনের গতি বাড়াতে একগুচ্ছ উদ্যোগ ভারতীয় রেল দফতরের।

যাত্রীদের কথা মাথায় রেখে ইতিমধ্যেই একগুচ্ছ উদ্যোগ নিয়ে ফেলেছে ভারতীয় রেল। দীর্ঘ পথ যাতে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছে যাওয়া যায় সে কারণে চালু হয়েছে সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। আর এবার মিলল সুখবর। উত্তর-পূর্ব সীমান্ত রেল এলাকায় ট্রেনের গতি বাড়াতে নয়া উদ্যোগ নিয়ে ফেলেছে ভারতীয় রেল। একাধিক জায়গায় দ্রুততার সঙ্গে চলছে কাজ। বিশেষ করে অসম থেকে শিলিগুড়ি বা আগরতলা অংশে এই কাজের গতি ক্রমশই বৃদ্ধি করা হয়েছে বলেই জানা যাচ্ছে ভারতীয় রেল দফতর সূত্রে।

সূত্রের খবর, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের লামডিং ডিভিশনের অন্তর্গত জাটিয়াং লামপুর এবং নিউ হারঙ্গাজাওয়ের মধ্যে কাজ চলার কারণে বাতিল হয়েছে একগুচ্ছ ট্রেন। যাত্রীদের জটিল কোনো রকমের সমস্যা না হয় সে কারণে ইতিমধ্যেই ভারতীয় রেলের তরফ থেকে বাতিল হয়ে যাওয়া কিংবা সময় পরিবর্তন হয়েছে যে সমস্ত ট্রেনগুলির তার তালিকা আনা হয়েছে প্রকাশ্যে।

গুয়াহাটি শিলচর গুয়াহাটি এক্সপ্রেস, ৩ মে থেকে ৭ মে পর্যন্ত নির্ধারিত সময়ে দেবে রওনা। এই ট্রেনের নম্বর ১৫৬১৫/১৫৬১৬।

৪ মে ১৫৮৮৭/১৫৮৮৮ গুয়াহাটি বদরপুর গোয়াহাটি টুরিস্ট এক্সপ্রেস নির্দিষ্ট সময় রওনা দেবে।

১৫৬১১ রঙ্গিয়া শিলচর এক্সপ্রেস রওনা দেবে ৪-৬ মে।

৫-৮ মে, ২০২৪ তারিখের রওনা দেবে নির্ধারিত ট্রেন নং. ১৫৬১২ শিলচর-রঙিয়া এক্সপ্রেস।

৪-৬ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৭ গুয়াহাটি-দুল্লভছড়া এক্সপ্রেস।

৫ ও ৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬১৮ দুল্লভছড়া-গুয়াহাটি এক্সপ্রেস।

৪, ৫, ৬ ও ৭ মে, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত যথাক্রমে ট্রেন নং. ১৫৬৪১ শিলচর-নিউ তিনসুকিয়া এক্সপ্রেস।

ট্রেন নং. ১৫৬৪২ নিউ তিনসুকিয়া-শিলচর এক্সপ্রেস।

ট্রেন নং. ০৫৬৩৮ শিলচর-নাহরলগুন স্পেশ্যাল।

ট্রেন নং. ০৫৬৩৭ নাহরলগুন-শিলচর স্পেশাল।

Related Articles