Spacial

বাড়ল উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময়সীমা, পড়ুয়াদের লেট ফাইনের ব্যবস্থা করা হলো

Advertisement
Advertisement

West Bengal HS Exam Registration: ধীরে ধীরে এগিয়ে আসছে উচ্চমাধ্যমিক পরীক্ষার দিন। ইতিমধ্যেই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন সহ অন্যান্য বিভিন্ন অফিশিয়াল প্রক্রিয়ার কাজ সম্পন্ন হয়ে গেছে। কিন্তু নির্দিষ্ট সময়ের জন্য যেসব পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে পারেনি তাদের কথা ভেবে উচ্চমাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশনের সময়সীমা বাড়িয়ে দিল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন। জানা গেছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে চলবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। WBCHSE তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি বিশেষ বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে ৩০ শে নভেম্বর পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া চললেও দেরি করার কারণে অর্থদণ্ড দিতে হবে বর্তমানে রেজিস্ট্রেশনের আবেদন করা পরীক্ষার্থীদের।

West Bengal HS Exam Registration

ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন (West Bengal Council of Higher Secondary Education) এর বিজ্ঞপ্তিতে বেশ কড়া ভাবে নির্দেশ দিয়ে জানানো হয়েছে ৩০শে নভেম্বর পর্যন্ত সময়সীমাটি রেজিস্ট্রেশন এর জন্য শেষ সময়সীমা। এরপর কোনো ভাবেই এই সময়সীমা আর বাড়ানো হবে না। এমনকি ছাত্রছাত্রীরা যদি অফলাইন রেজিস্ট্রেশনের দাবি জানায় তবে সেই দাবিও কোনো ভাবেই গ্রাহ্য হবে না। রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি পাওয়ায় পিছিয়ে দেওয়া হয়েছে অনলাইনে চেকলিস্ট জমা দেওয়ার পূর্বনির্ধারিত সূচি। ২০ নভেম্বরের বদলে ৩০ নভেম্বর থেকে শুরু হবে এই কাজ এবং চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। ফলে পড়ুয়াদের রেজিস্ট্রেশনের এটাই শেষ সুযোগ।

এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) সময়সূচি কিছুটা এগিয়ে এসেছে। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে শুরু করতে হবে উচ্চমাধ্যমিকের প্রাকটিক্যাল পরীক্ষা। যেসব স্কুলে এখনো পর্যন্ত রেজিস্ট্রেশনের কাজ বাকি আছে তাদের তড়িঘড়ি এই কাজ করার নির্দেশ দিয়েছে কাউন্সিল। এর আগেও রেজিস্ট্রেশন এর সময়সীমা বৃদ্ধি করে ২ নভেম্বর পর্যন্ত করা হয়েছিল। সে সময় এই কাজের জন্য কোনো জরিমানা লাগেনি। কিন্তু এতদিনেও যারা এই কাজটি সম্পন্ন করতে পারেননি তাদের ৩০ শে নভেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সমাপ্ত করার কথা জানানো হয়েছে এবং এ বিষয়ে অভিভাবকদেরও বিশেষ নজর রাখতে বলা হয়েছে।

West Bengal HS Exam Registration

প্রসঙ্গত উল্লেখ্য জাতীয় শিক্ষানীতি নিয়ে রাজ্যে নানা আলাপ আলোচনার মধ্যেই রাজ্য সরকার নিজস্ব শিক্ষানীতি ঘোষণা করেছে। সেখানে অবশ্য কেন্দ্রীয় সরকারের জাতীয় নীতির কিছু ধারা মেনে নেওয়া হয়েছে। বিকাশ ভবনের পক্ষ থেকে ১৭৮ পাতার রাজ্য শিক্ষানীতির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জানা গেছে নবম-দশম শ্রেণির পঠনপাঠন শেষে হবে মাধ্যমিক পরীক্ষা। এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে হবে সেমেস্টার পদ্ধতির পরীক্ষা। তবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এই সেমেস্টার পদ্ধতি কবে থেকে চালু করবে সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles