অর্থনীতিনিউজ

বাড়িতে বসে প্রতিমাসে ৫০ হাজার টাকা আয়ের সুযোগ দিচ্ছে SBI, এইভাবে তুলে নিন ফায়দা

Advertisement
Advertisement

SBI: উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও মিলছে না মনের মতো চাকরি। এই পরিস্থিতিতে কেউ বেছে নিচ্ছেন ব্যবসা তো কেউ আবার কম মাইনের চাকরিতেই কোনো রকমে দিন গুজরান করছেন। তবে এবার আর করতে হবে না সেই কাজ। চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির SBI। ছোট্ট একটি কাজ করলেই বাড়িতে বসে আয় করতে পারবেন প্রত্যেক মাসে 50 হাজার টাকা। একেবারে সামান্য পুঁজি বিনিয়োগ করে বিনা পরিশ্রমে বাড়ি বসে মাসে বিপুল টাকার অঙ্ক আয় করার দারুণ সুযোগ দিচ্ছে ভারতের জনপ্রিয় এই ব্যাঙ্ক।

বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI এর আসল উদ্দেশ্যই হল দেশের যে কোনো প্রান্তে গ্রাহকদের কাছে ব্যাঙ্কের নানান সুবিধা পৌঁছে দেওয়া। আর সে কারণেই দেশের যে কোন প্রান্তে খুব সহজেই SBI ব্যাঙ্ক দিচ্ছে ATM Franchise। আপনিও কিন্তু সহজেই বেশ কিছু শর্ত অবলম্বন করেই পেয়ে যাবেন SBI ব্যাঙ্কের ATM Franchise। নাম মাত্র পুঁজিতে প্রত্যেক বছর আয় করতে পারবেন লক্ষাধিক টাকা। জানুন কোন কোন শর্ত আপনাকে পূরণ করতে হবে।

SBI ATM Franchise Rules-

ATM Machine বসানোর জন্য কমপক্ষে 50-60 বর্গফুট জমি থাকতে হবে।

নিজের জমি না থাকলে আপনি ভাড়াও নিতে পারেন।

আশেপাশে যেন SBI এর ATM না থাকে সে বিষয়টা রাখতে হবে মাথায়। ন্যূনতম 100 মিটারের পার্থক্য থাকাটা আবশ্যক।

যেখানে এই মেশিন বসানো হবে সেই জায়গাটি অবশ্যই নিচু তলায় হতে হবে এবং পাশাপাশি বিদ্যুৎ সংযোগ সহ 24 ঘন্টা বিদ্যুৎ পরিষেবা থাকতে হবে।

কেবিন ক্রেডিট ছাদ এবং দেওয়াল সহ একটি স্থায়ী ঘর থাকাটা বাধ্যতামূলক।

Documents (প্রয়োজনীয় নথিপত্র)-

আইডি প্রুফ- আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড

ঠিকানার প্রমাণপত্র- রেশন কার্ড, বিদ্যুতের বিল

ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং পাসবুক

ছবি

ইমেইল অ্যাড্রেস

মোবাইল নম্বর

জিএসটি নম্বর

কোম্পানির প্রয়োজনীয় নথিপত্র

SBI ATM Franchise থেকে আয়-

SBI ATM Franchise নিতে হলে প্রথমেই বিনিয়োগ করতে হবে 5 লাখ টাকা।

ATM স্থাপনের পর প্রতিটি নগদ লেনদেনের জন্য মিলবে 8 টাকা।

যদি কোনো গ্রাহক ফান্ড ট্রান্সফার করেন কিংবা ব্যালেন্স চেক করেন তাহলে মিলবে 2 টাকা।

সবমিলিয়ে মাসে গড়ে 60-70 হাজার টাকা আয় করতে পারবেন সহজেই।

Related Articles