চাকরির সংবাদনিউজ

রাজ্যের স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, রইল আবেদন পদ্ধতি

Advertisement
Advertisement

West Bengal Health Department: চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। একগুচ্ছ পদে এবার হবে কর্মী নিয়োগ। কেবলমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই মিলবে চাকরি। বেতন বাবদ প্রত্যেক মাসে মিলবে ১৩-১৫ হাজার টাকা। চাকরি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের (West Bengal Health Department) তরফ থেকে। কীভাবে করা যাবে আবেদন? কারা এই পদের জন্য আবেদন করতে পারবেন? সব তথ্য রইলো এই প্রতিবেদনে।

Recruitment Agency (নিয়োগ সংস্থা)-

পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর

Name Of The Post (পদের নাম)-

মোট দুটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে।

Total Vacancy (মোট শূন্যপদ)-

মেডিকেল কলেজের বিভিন্ন শূন্য পদে হবে নিয়োগ। যদিও মোট শূন্য পদ সম্পর্কে জানা যায়নি কিছুই।

Age Limit (বয়সসীমা)-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর। সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

Salary (বেতন)-

সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে মিলবে পারিশ্রমিক।

Application Fee (আবেদন ফি)-

এই সম্পর্কিত বিস্তারিত তথ্য মিলে যাবে সংস্থার ওয়েবসাইটে।

Last Date Of Application (আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ)-

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। মে মাসের 2 তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

Documents (প্রয়োজনীয় নথিপত্র)-

এই পদে আবেদন করার জন্য অবশ্যই বেশ কিছু নথিপত্র থাকতে হবে চাকরি প্রার্থীদের কাছে।

আধার কার্ড

প্যান কার্ড

ভোটার কার্ড

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

কাস্ট সার্টিফিকেট

পাসপোর্ট সাইজের ছবি

Recruitment Process (নির্বাচন প্রক্রিয়া)-

এই পদে চাকরির জন্য লিখিত পরীক্ষা দিতে হবে না চাকরিপ্রার্থীদের। সরাসরি ইন্টারভিউ প্রক্রিয়ার মাধ্যমেই হবে নিয়োগ।

Interview Date (ইন্টারভিউ এর তারিখ)-

প্রথম জারি করা নোটিশ অনুযায়ী ইন্টারভিউ নেওয়া হবে 3 মে 2024।

যদিও দ্বিতীয় নোটিস অনুযায়ী চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে 7 মে 2024।

দু’দিনই বেলা বারোটায় হবে ইন্টারভিউ।

How To Apply (কীভাবে করা যাবে আবেদন)-

এই পদে আবেদন করার জন্য প্রথমেই চলে যেতে হবে গুগলে। সেখানে গিয়ে সার্চ করে নিতে হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট।

সবার আগে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করে নিতে হবে রেজিস্ট্রেশন।

রেজিস্ট্রেশন করার সময় অবশ্যই বৈধ ইমেইল এড্রেস এবং বৈধ মোবাইল নম্বর দিতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে।

এরপর লগইন করে নিতে হবে। এরপর পূরণ করতে হবে একটি ফর্ম।

গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর ছবি নির্দিষ্ট জায়গায় আপলোড করে দিতে হবে।

নির্দিষ্ট সময় এবং ডেটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

Related Articles