অফবিটনিউজ

Optical Illusion: এই ছবিতে লুকানো ইংরেজি শব্দ! জিনিয়াসরা মাত্র ১০ সেকেন্ডেই করেছেন সমাধান

জিনিয়াস হলে মাত্র ১০ সেকেন্ডেই বের করে ফেলতে পারবেন এই অপটিক্যাল ইলিউশনটির উত্তর

Advertisement
Advertisement

অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) মূলত এক ধরনের মজার ধাঁধা। এটি এমনই এক ধাঁধা যেটি আপনাকে চোখের সামনে দেখাবে এক জিনিস কিন্তু যার অন্তর্নিহিত অর্থ অন্য কিছু। অথচ পুরো বিষয়টি চোখের সামনেই সাজিয়ে রাখা থাকবে কিন্তু তা থাকবে একটু অন্য আঙ্গিকে। কোন বিষয়কে তলিয়ে দেখা বা ভাবার কতটা ক্ষমতা রয়েছে আপনার মধ্যে তার উপরেই নির্ভর করে থাকে কোন অপটিক্যাল ইলিউশনের পিছনের অর্থ আপনি কত দ্রুত অনুধাবন করতে পারছেন।

অপটিক্যাল ইলিউশন বিষয়টি আসলেই একটি খেলার মত, যে খেলায় রয়েছে মজা ও অনাবিল আনন্দ। সেই সাথে অপটিক্যাল ইল্যুশন মানুষের মস্তিষ্ককে এক চ্যালেঞ্জের মুখোমুখি এনে দাঁড় করায়। তাই আপনার দৃষ্টিভঙ্গি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও অন্তর্দৃষ্টি যত গভীর হবে সেই চ্যালেঞ্জ গ্রহণ করতে আপনার তত সুবিধা হবে। আজকের প্রতিবেদনেও আমরা আপনাকে তেমনি একটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করালাম।

ছবিতে দেখা যাচ্ছে একটি মজার ধাঁধা রয়েছে। তবে ধাঁধাটি রয়েছে অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) এর আঙ্গিকে। এই ছবিতে একটি ইংরেজী শব্দ লুকানো রয়েছে যেটি কে আপনার খুঁজে বের করতে হবে। এখন আপনার দৃষ্টি এবং মস্তিষ্কের প্রখরতা যত বেশি হবে সেই শব্দ খুজে বের করতে আপনার কাছে ততই কম সময় লাগবে।

এই ধরনের অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) এর সমাধান করতে হলে প্রথমেই ছবিটিকে খুব ভালোভাবে নিরীক্ষণ করতে হয়। তারপর বোঝার চেষ্টা করতে হয় ছবিটি কি উপস্থাপন করেছে এবং ছবির মাধ্যমে আদতে কি জানতে চাওয়া হয়েছে। যেমন এই ছবিতে একটি মানুষের মুখের আদলে ফুটে উঠেছে। কিন্তু আসলে জানতে চাওয়া হয়েছে এই ছবিটির অঙ্কন শৈলীর মধ্যে লুকানো রয়েছে একটি ইংরেজি শব্দ

ছবিতে এক ব্যক্তি একটি মোটা প্রেমের চশমা পরে রয়েছে এবং ব্যক্তির ঠোঁট বেশ মোটা এবং ছবির নিচে তার গলার অংশ দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এই ছবিতে যে ইংরেজি অক্ষরটি লুকিয়ে রয়েছে তা পেঁচানো ইংরেজি হাতের লেখাই হবে। তাই এবার ছবিটিকে ৯০ ডিগ্রি কোণে ঘুরিয়ে দেখা যাক।

Optical Illusion

হাতের ফোনটিকে ল্যান্ডস্কেপে ধরলেই চোখের সামনে গোটা বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠবে। ছবির ব্যক্তিটির ঠোঁট, নাক এবং গলার অংশের দিকে ভালো করে খেয়াল করলে দেখা যাবে সেখানে ইংরেজি প্যাঁচানো হাতের অক্ষরে লায়ার (Liar) শব্দটি লেখা রয়েছে। অর্থাৎ এর থেকেই প্রমাণিত হয় অপটিক্যাল ইল্যুশন (Optical Illusion) যেমনি হোক না কেন একটু তলিয়ে বা ঘুরিয়ে ফিরিয়ে দেখলেই তার সমাধান করা ততটা কঠিন নয়।

Related Articles