নিউজলাইফস্টাইল

WhatsApp-এ বুকিং, ঘরে পৌঁছে যাবে রান্নার গ্যাস! রইলো সম্পূর্ণ পদ্ধতি

Advertisement
Advertisement

গতকাল অর্থাৎ মঙ্গলবার দ্বিতীয় বৃহত্তম জাতীয় তেল বিপণন সংস্থা ভারত পেট্রোলিয়াম কর্প কর্পোরেশন গ্রাহকদের সুবিধার্থে হোয়াটসঅ্যাপের মাধ্যমে রান্নার গ্যাস বুকিং চালু করার কথা ঘোষণা করে। গত অর্থবছরে ভারত গ্যাসের এলপিজি গ্রাহক ছিল ৭১ মিলিয়ন। এই কারণে ইন্ডিয়ান অয়েলের পর ভারত গ্যাস দেশের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়াম সংস্থা হিসাবে উঠে এসেছে। মঙ্গলবার থেকে সারাদেশে ভারত গ্যাসের গ্রাহকরা তাদের রান্নার গ্যাস হোয়াটসঅ্যাপের বুক করতে পারবে বলে জানিয়েছে বিপিসিএল।

বিপিসিএল এর পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে, গ্রাহকদের গ্যাস সিলিন্ডার বুকিংয়ের সুবিধার্থে এই হোয়াটসঅ্যাপ পদ্ধতি‌ একটি ব্যবসায় চ্যানেল চালু করেছে। বুকিং করার জন্য মোবাইল নাম্বার থেকে বিপিসিএল স্মার্টলাইন নম্বর– ১৮০০২২৪৩৪৪-এ হোয়াটসঅ্যাপ করে গ্যাস বুকিং করা যাবে। অ্যাপ্লিকেশনটি চালু করার পর বিপিসিএল সংস্থার বিপণন আধিকারিক অরুণ সিংহ বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি চালু করা হয়েছে গ্রাহকদের সুবিধার্থে। এই পদ্ধতির বুকিং গ্রাহকদের কাজটা আরো সহজ করে তুলবে।

বর্তমান প্রজন্মের জন্য যেহেতু হোয়াটসঅ্যাপ একটি অন্যতম বহুল ব্যবহৃত অ্যাপ্লিকেশন, সেহেতু এই প্ল্যাটফর্মটি আমাদের গ্রাহকদের আরো কাছে আনবে’। এলপিজির ইনচার্জ এক্সিকিউটিভ টি টি পিঠাম্বরন বলেছেন, হোয়াটসঅ্যাপে গ্যাস সিলিন্ডার বুকিংয়ের পড়ে গ্রাহক ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে রিফিলের জন্য অনলাইনে পেমেন্ট করার জন্য একটি লিঙ্ক পাবেন। এই পদ্ধতিতে অনলাইন পেমেন্ট গ্রাহক একটি কনফার্ম মেসেজও পাবেন।

Web Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles