চাকরির সংবাদনিউজ

রাজ্যে এইট পাশে সরকারি চাকরির দারুণ সুযোগ, শুরুতেই মিলবে ২১,০০০ টাকা বেতন

Advertisement
Advertisement

WB Group D Recruitment 2024: চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। কেবলমাত্র অষ্টম শ্রেণী পাস করলেই পাওয়া যাবে সরকারি চাকরি। সম্প্রতি একগুচ্ছ পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই প্রতিবেদনে রইল যাবতীয় খুঁটিনাটি।

Name Of The Post (পদের নাম)-

Lower Division Clerk

Total Vacancy (মোট শূন্যপদ)-

এই পদের জন্য নিয়োগ করা হবে মোট ১৩ জনকে।

Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)-

যে কোন স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীকে। এছাড়াও কম্পিউটারে থাকতে হবে অভিজ্ঞতা পাশাপাশি টাইপিং স্পিডের দক্ষতা থাকা আবশ্যক।

Age Limit (বয়সসীমা)-

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

Salary (বেতন)-

এই পদে চাকরি হলে প্রত্যেক মাসে ন্যূনতম বেতন বাবদ হাতে পাবেন ২২,৭০০ টাকা। সর্বোচ্চ ৫৮,৫০০ টাকা বেতন পাওয়া যাবে।

Name Of The Post (পদের নাম)-

Karma Bandhu

Total Vacancy (মোট শূন্যপদ)-

এই পদের জন্য নিয়োগ করা হবে মোট ১ জনকে।

Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)-

ন্যূনতম অষ্টম শ্রেণি করতে হবে পাশ।

Age Limit (বয়সসীমা)-

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

Salary (বেতন)-

এই পদে চাকরি হলে প্রত্যেক মাসে ন্যূনতম বেতন বাবদ হাতে পাবেন ১৭,০০০ টাকা। সর্বোচ্চ ৪৩,৬০০ টাকা বেতন পাওয়া যাবে।

Name Of The Post (পদের নাম)-

Night Guard

Total Vacancy (মোট শূন্যপদ)-

এই পদের জন্য নিয়োগ করা হবে মোট ২ জনকে।

Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)-

ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।

Age Limit (বয়সসীমা)-

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

Salary (বেতন)-

এই পদে চাকরি হলে প্রত্যেক মাসে ন্যূনতম বেতন বাবদ হাতে পাবেন ১৭,০০০ টাকা। সর্বোচ্চ ৪৩,৬০০ টাকা বেতন পাওয়া যাবে।

Name Of The Post (পদের নাম)-

Peon

Total Vacancy (মোট শূন্যপদ)-

এই পদের জন্য নিয়োগ করা হবে মোট ১৭ জনকে।

Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)-

এই পদে চাকরির আবেদন করার জন্য নূন্যতম অষ্টম শ্রেণী পাস করতে হবে ইচ্ছুক চাকরিপ্রার্থীকে।

Age Limit (বয়সসীমা)-

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

Salary (বেতন)-

এই পদে চাকরি হলে প্রত্যেক মাসে ন্যূনতম বেতন বাবদ হাতে পাবেন ১৭,০০০ টাকা। সর্বোচ্চ ৪৩,৬০০ টাকা বেতন পাওয়া যাবে।

Name Of The Post (পদের নাম)-

Process Server

Total Vacancy (মোট শূন্যপদ)-

এই পদের জন্য নিয়োগ করা হবে মোট ২ জনকে।

Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)-

যে কোন স্বীকৃত স্কুল থেকে করতে হবে অষ্টম শ্রেণী পাস।

Age Limit (বয়সসীমা)-

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

Salary (বেতন)-

এই পদে চাকরি হলে প্রত্যেক মাসে ন্যূনতম বেতন বাবদ হাতে পাবেন ২১,০০০ টাকা। সর্বোচ্চ ৫৪,০০০ টাকা বেতন পাওয়া যাবে।

Name Of The Post (পদের নাম)-

English Stenographer

Total Vacancy (মোট শূন্যপদ)-

এই পদের জন্য নিয়োগ করা হবে মোট ২ জনকে।

Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)-

যে কোন স্বীকৃত বোর্ড থেকে নূন্যতম মাধ্যমিক পাস করতে হবে ইচ্ছুক চাকরি প্রার্থীকে। এছাড়াও কম্পিউটারে থাকতে হবে অভিজ্ঞতা পাশাপাশি টাইপিং স্পিডের দক্ষতা থাকা আবশ্যক।

Age Limit (বয়সসীমা)-

ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

Salary (বেতন)-

এই পদে চাকরি হলে প্রত্যেক মাসে ন্যূনতম বেতন বাবদ হাতে পাবেন ৩২,১০০ টাকা। সর্বোচ্চ ৮২,৯০০ টাকা বেতন পাওয়া যাবে।

Last Date Of Application (আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ)-

চলতি মাসের ১৭ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

How To Apply (কীভাবে করা যাবে আবেদন)-

বাড়িতে বসে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারবেন।

এজন্য প্রথমেই চলে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।

এরপর করে নিতে হবে রেজিস্ট্রেশন।

এরপরেই চোখের সামনে খুলে যাবে একটি ফর্ম।

সেই ফর্ম ফিলাপ করতে হবে একেবারে নির্ভুলভাবে।

এরপর প্রয়োজনীয় নথিপত্র স্ক্যান করে ছবি এবং সিগনেচার আপলোড করে দিতে হবে।

সবশেষে পুনরায় ফর্মটি একবার যাচাই করে ক্লিক করতে হবে সাবমিট বাটনে।

প্রয়োজনে ফর্মটি প্রিন্ট আউট বার করে নিজের কাছে রেখে দেওয়া যেতে পারে।

Related Articles