Advertisements

উৎসবের মরশুমে Kawasaki-র বিশাল চমক, দেশের বাজার গরম করতে ৪০০ সিসির পাওয়ারফুল বাইক আনছে

Advertisements

‘Kawasaki ZX-4R’ ইতিমধ্যেই বিশ্ববাজারে বিক্রির জন্য উপলব্ধ হয়েছে। যেটি মূলত ‘Ninza’ রেঞ্জের ওপরে আনা হয়েছে এবং সেখানে প্যারালাল ট্যুইন ইঞ্জিনের পরিবর্তে ৪ সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই বাইকটি প্রথমবার আনা হয়েছিল ১৯৮৯ সালে। যদিও তখন তাতে ৩০০ সিসি ৪ সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছিল। তবে কিছু সময়ের মধ্যে সেটি বাজার থেকে তুলে নেওয়া হয়।

এবার সম্প্রতি ৩৯৯ সিসি চার সিলিন্ডার ইঞ্জিনের সাথে আরো একবার নতুন রূপে ফিরে এসেছে এই বাইকটি। ‘ZX-4R’এ নতুনভাবে তৈরি লিক্যুইড কুল্ড ইঞ্জিন দেওয়া হয়েছে। যা সর্বাধিক ৭৮ বিএইচপি শক্তি এবং ৩৭.৬ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। বাইকটি নিয়ন্ত্রণ করবে ৬ স্পীড গিয়ারবক্স। সামনের ডিজাইন অনেকটা ‘নিনজা’ মডেলের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে। যেখানে রয়েছে স্প্লিট এলইডি হেডল্যাম্প।

অন্যদিকে রয়েছে ইউএসডি ফ্রন্ট ফর্ক, রিয়ার মনোশক অ্যাবজর্বার। এছাড়াও সুরক্ষার জন্য দুই চাকাতেই যথাক্রমে সিঙ্গেল ডিস্ক এবং ডুয়াল ডিস্ক দেওয়া হয়েছে। সাথে রয়েছে ১৭ ইঞ্চি অ্যালয় হুইল। এতে মূলত চারটি রাইডিং মোড পেয়ে যাবেন চালক। যেগুলি হলো ‘স্পোর্টস’, ‘রোড’, ‘রেইন’ এবং ‘রাইডার’। এই মোডগুলি নিয়ন্ত্রণ করা যাবে ৪.৩ ইঞ্চি টিএফটি স্ক্রীনে। একইসাথে সেখানে ব্লুটুথ কানেকশন এবং নেভিগেশন সিস্টেমও দেওয়া হয়েছে।

দাম: দাম দেখতে গেলে এটি পড়বে ৭-৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। খুব শীঘ্রই সংস্থার তরফ থেকে ভারতে এই গাড়ি লঞ্চের অফিসিয়াল ঘোষণা করা হবে। তাই আর কিছুদিনের মধ্যেই সেটি ভারতে আসতে চলেছে।

Related Articles