Advertisements

তীব্র গতিতে ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা

Advertisements

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। বৃহস্পতিবার শহরে ভ্যাপসা গরম কাটিয়ে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর তরফে। হাওয়া ভবন জানিয়েছে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত প্রভাব ফেলতে পারে অঞ্চলগুলিতে।

বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। হাওয়া অফিস আরো জানিয়েছে বৃহস্পতিবার কলকাতার আকাশ থাকবে আংশিক ভাবে মেঘলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এর সম্ভাবনা শহরের বিভিন্ন জায়গায়।

আগামী ৮, ৯ ও ১০ এপ্রিল বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। ১০ তারিখে কলকাতা শহর সহ হাওড়া হুগলি ও দুই ২৪ পরগনা বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ চতুর্থ দফা ভোটের দিন বৃষ্টিতে ভাসতে পারে বঙ্গ। আগামী দুদিন দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্র জেলাতেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ নদিয়া বীরভূম জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। ৯ তারিখ অর্থাৎ আগামীকাল সমস্ত জেলাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা।

দার্জিলিং কালিম্পং সহ উত্তরবঙ্গে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা। রবিবার খানিক বৃষ্টির পর স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিল সাধারণ মানুষ কিন্তু মঙ্গলবার থেকে আবার বেড়েছে গরমের দাপট তবে এবার শহরবাসীর জন্য সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর।

আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী শহরের সর্বোচ্চ তাপমাত্রা বৃহস্পতিবার ৩৩.৮ ডিগ্রী সেলসিয়াস স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রী যা ১ ডিগ্রি বেশি স্বাভাবিকের থেকে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৮৮ শতাংশ এবং সর্বনিম্ন ৫০ শতাংশ। যেখানে শহরের সর্বোচ্চ তাপমাত্রা মঙ্গলবার ছিল ৩৫.১ ডিগ্রি সেলসিয়ার্স এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রী, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এদিন বাতাসের সর্বোচ্চ জলীয়বাষ্পের পরিমাণ ছিল ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৪২ শতাংশ।

Related Articles