টেক নিউজনিউজ

ES or Honda Activa: বাজেট ১ লক্ষের মধ্যে! ইলেক্ট্রিক স্কুটার নাকি হোণ্ডা অ্যাক্টিভা কোনটি কিনবেন? জেনে নিন

বাজরে ১০ বছর ধরে রাজত্ব করছে হোণ্ডা অ্যাক্টিভা! খুবই কম দামে মিলবে এই স্কুটার

Advertisement
Advertisement

বর্তমানে মানুষের মধ্যে স্কুটারের জনপ্রিয়তা বেশ বেড়েছে। বিশেষ করে ইলেকট্রিক স্কুটার (ES or Honda Activa) ব্যাপকভাবে বাজার দখল করছে। কিছু বছর আগে যখন ইলেকট্রিক স্কুটার ছিল না, তখন স্কুটার হিসাবে হোণ্ডা অ্যাক্টিভাই ছিল প্রথম পছন্দের। যদিও এখন এর জায়গা নিচ্ছে বিভিন্ন ইলেক্ট্রিক স্কুটার। এ অবস্থায় আপনিও যদি একটি নতুন স্কুটার কিনতে চান এবং আপনার বাজেট যদি ১ লক্ষ টাকা হয়, তাহলে কোন স্কুটার বেছে নেওয়া ভালো হবে? ইলেক্ট্রিক স্কুটার নাকি পেট্রোল চালিত হণ্ডা অ্যাক্টিভা? জেনে নিন।

যদি দামের কথা বলি তাহলে হণ্ডা অ্যাক্টিভার দাম ১ লক্ষের কম। হণ্ডা অ্যাক্টিভার 110 DLX এবং H-Smart মডেলের ক্ষেত্রে এক্স-শোরুম মূল্য প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকার গায়ে। এই গাড়ির অন রোড প্রাইস ৯০ হাজার টাকা। অন্যদিকে ভারতের বাজারে (ES or Honda Activa) Ola S1 Air, Ola S1, Ather 450X, TVS iQube, Bajaj Chetak শ আরো অনেক ধরণের ইলেক্ট্রিক স্কুটার বিক্রি হয়। যেখানে Ola S1 Air এর দাম ৮৪,৯৯৯ টাকা। TVS iQube এর দাম ১.৬ লক্ষ টাকা।

যদি আপনার বাজেট ১ লক্ষ টাকা হয় তাহলে পেট্রোল চালিত স্কুটারের তুলনায় ইলেকট্রিক স্কুটারের দাম এক্ষেত্রে তুলনামূলক কম পড়বে। তবে দুইটি স্কুটারের তেল বা গ্যাসের খরচ আলাদা। পেট্রোল চালিত স্কুটার (ES or Honda Activa) নিলে প্রতি ৫০ কিমিতে ১ লিটার করে তেল যাবে। অর্থাৎ প্রতি কিমিতে ২ টাকা খরচ পড়বে। অন্যদিকে ইলেক্ট্রিক স্কুটারগুলিতে প্রতি কিমিতে ১৭ পয়সা মতো খরচ পড়বে। এ ক্ষেত্রে অনেকটাই সাশ্রয়ী হবে ইলেক্ট্রিক স্কুটার।

তবে বিল্ড কোয়ালিটির দিক থেকে হোন্ডা অ্যাক্টিভা ইলেকট্রিক স্কুটারের (ES or Honda Activa) থেকে অনেকটাই এগিয়ে রয়েছে। কেননা অ্যাক্টিভা ভারতের বাজারে ১০ বছর ধরে রাজত্ব করছে। যেখানে ইলেকট্রিক স্কুটার গুলি এই নতুন নতুন মার্কেটে লঞ্চ হয়েছে। এছাড়া ৩ বছর পর পর ইলেক্ট্রিক স্কুটারগুলির ব্যাটারিও রিপ্লেসমেন্ট করতে হয়। এ ক্ষেত্রে মোটা অংকের অর্থ খরচ হয়।

Related Articles