নদীয়া সংবাদনিউজরাজ্য

বিগত প্রায় ৪০ বছর ধরে পটে আঁকা কালীমাতা পুজো হয়ে আসছে নদীয়ার শান্তিপুরের বেজপাড়ায়

তখন অবশ্য এইরকম অলিতে গলিতে পুজো হতো না, সামাজিক এবং আর্থিক বিভিন্ন সমস্যার কারণে।

Advertisement
Advertisement

মলয় দে নদীয়া:- আগে কালি মার্কা দেশলাইয়ের গল্প হয়তো অনেকেই শুনেছেন। শান্তিপুর বেজপাড়ার কিছু কিশোর এবং যুবক খেলার ছলেই দেশলাইয়ে কালী মায়ের প্রতিকৃতিতে পুজো করতেন।

তখন অবশ্য এইরকম অলিতে গলিতে পুজো হতো না, সামাজিক এবং আর্থিক বিভিন্ন সমস্যার কারণে। কিছু বছর বাদে তারাই ক্যানভাসে আঁকা ছবি দিয়ে পুজো করতেন। সেই থেকে আজ পর্যন্ত পটে আঁকা কালী প্রতিমা দিয়েই পূজিত হয়ে আসছেন বেজপাড়া অঞ্চলে।

কাঠের মূল কাঠামো গঙ্গায় নিয়ে গিয়ে সাজসজ্জা পূজার সরঞ্জাম এবং পটে আঁকা ছবিটি বিসর্জন দিয়ে কাঠামো ফিরিয়ে নিয়ে আসা থাকে পরের বছরের জন্য। তবে এই আকার কাজটি চল্লিশ বছর যাবৎ করে আসছেন মৃৎশিল্পী প্রদীপ পাল।

Related Articles