খেলা

IPL শুরু হবার আগেই পুড়লো কপাল! শারুখের টিম থেকে বাদ এই অলরাউন্ডার

Advertisement
Advertisement

IPL 2024: প্রথম তিন সিজনে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders/ KKR) কোনো পরিচয়ই পাওয়া যায় না। 2008 সালে ব্রেন্ডন ম্যাককালামের বীরত্বপূর্ণ নক এবং শাহরুখ খানের স্টারডম বাদ দিয়ে, দ্য মেন ইন গড (The Man in God) এবং পার্পল (Purple) একেবারে ধ্বংসের মধ্যে ছিল। খেতাব জেতার কথা ছেড়েই দিন, KKR ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (Indian Premier League) পয়েন্ট টেবিলের নীচ থেকে নিজেদের সরানোর জন্য যথেষ্ট লড়াই করেছে।

IPL 2024

KKR এ সৌরভ গাঙ্গুলীর অস্তিত্ব (Sourav Ganguly’s role in KKR)

সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly), যিনি নাইট রাইডার্সের জন্য মশালবাহক হওয়ার কথা ছিল, তিনি দলের ভাগ্য ঘুরিয়ে দিতে পারেননি। জন বুকানান প্রধান কোচ হিসেবে ব্যর্থ হয়েছেন। এটা স্পষ্ট যে নাইটদের একটি সম্পূর্ণ ওভারহল গ্রুমিং প্রয়োজন। তিন সিজনের পর যেখানে তারা প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি, সেখানে এবার কিছু করা দরকার।

রাসেল কি সত্যিই KKR ছাড়ছে? (Russell will leave KKR in IPL 2024)

ইন্টারনেটের মাধ্যমে হঠাৎই শোনা যায় যে, ওয়েস্ট ইন্ডিজের (West Indies) বড়-হিট অলরাউন্ডার রাসেলকে (Russell) IPL 2024 এ টিম KKR ছেড়ে দিতে পারে। 2014 সাল থেকে রাসেল এই KKR এর হয়ে খেলে যাচ্ছে। কিন্তু 2024 এর মিনি নিলামে নাকি KKR এর টিম থেকে বাদ পড়েছে রাসেলের নাম।

2020 এবং 2021 সালে IPL 2022 মেগা নিলামের আগে কলকাতা নাইট রাইডার্স অলরাউন্ডারকে 12 কোটি টাকা দিয়ে ধরে রেখে তার উপর বিশ্বাস রেখেছিল। তবে, ওয়েস্ট ইন্ডিয়ান তার হাইপ মেনে চলতে ব্যর্থ হয়েছিল। রাসেল, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী এবং ভেঙ্কটেশ আইয়ার সেই প্লেয়ার যাদের 2022 সালের মেগা নিলামের আগে KKR খুব তাড়াতাড়ি কিনে রাখেন। শেষ নিলামের আগে বেশ কয়েকজনের সাথে কোয়ার্টেটকে ধরে রাখা হয়েছিল যদিও।

IPL 2024

2024 সালের আইপিএলে আন্দ্রে রাসেল কোন দলে খেলবেন?

আপাতত শোনা যাচ্ছে যে, রাসেল নাকি সানরাইজার্স হায়দ্রাবাদ বা রাজস্থান রয়্যালস এর হয়ে খেলতে পারেন। RR বা SRH কোন খেলোয়াড়কে অন্তর্ভুক্ত করতে পারে তা স্পষ্ট নয়। ইতিমধ্যে রাসেলের দাম KKR এ 12 কোটি ছিল।

KKR এ গৌতম গম্ভীরের আগমন (Gautam Gambhir was included KKR)

2011 সালে, KKR গৌতম গম্ভীরের (Gautam Gambhir) জন্য 2.4 মিলিয়ন ডলার খরচ করেছিল। এটি একটি মাস্টারস্ট্রোক হিসাবে পরিণত হয়েছিল এবং নাইট রাইডার্সকে আর ফিরে তাকাতে হয়নি। সেই সিজনে, গম্ভীর দলকে তাদের প্রথম আইপিএল প্লে-অফের দিকে পরিচালিত করেছিল এবং এটি একটি নতুন যাত্রার সূচনা করেছিল। এমনকি তারা চেপাউকে এমএস ধোনির (MS Dhoni) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) পরাজিত করেছিল।

IPL 2024

তাই 22শে নভেম্বর বুধবার, 2024 এ জানা যায় যে, গম্ভীর আবারও নাইট রাইডার্সে যোগদান করতে চলেছেন। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, মেন্টর হিসেবে। গত ছয় সিজনে গম্ভীরকে ভীষনভাবে মিস করা হয়েছিল কারণ তিনিই একমাত্র অধিনায়ক যিনি KKR-কে আইপিএল এর শিরোপা জিতিয়েছিলেন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles