খেলা

World Cup 2023 Ball Price: বিশ্বকাপে খেলা হয়েছে যে বল দিয়ে তার দাম কত? জানেন না অনেক ভক্তই

Advertisement
Advertisement

World Cup 2023 Ball Price: আইসিসি ওয়ার্ল্ডকাপ বিশ্বকাপ (ICC World cup 2023) শেষ হয়ে গেছে। ওডিআই বিশ্বকাপে (ODI World cup) ভারতকে (India) হারিয়ে জয়ের খেতাব দখল করে অস্ট্রেলিয়া (Australia)। বিশ্বকাপ শেষ হলেও এর রেশ এখনও ক্রিকেট প্রেমীদের মনে থেকে গেছে। এখনও চলছে বিশ্লেষণ ও ব্যাখ্যা। বহু মানুষের মনে রয়ে গেছে নানান প্রশ্নও। কৌতূহলী ক্রিকেট প্রেমীদের খিদে মেটাতেই এই প্রতিবেদনে বিশ্বকাপ সংক্রান্ত এক দুর্দান্ত তথ্য দেওয়া হল। প্রথমে একটি প্রশ্ন করা যাক। আপনি জানেন কি বিশ্বকাপে ব্যবহৃত বলের দাম কত? উত্তর যদি না জেনে থাকেন ঝটপট পড়ে ফেলুন এই প্রতিবেদন।

World Cup 2023 Ball Price

বিশ্বকাপের খেলায় ব্যবহৃত বলের দাম কত? (World Cup 2023 Ball Price)

অনেকেই জানেন না, বিশ্বকাপে ব্যবহৃত বলের নাম, এটি কোথায় তৈরি হয়, এর মূল্যই বা কত? চলুন একে একে সবটা জেনে নেওয়া যাক।

১. বিশ্বকাপে ব্যবহৃত বলের নাম (World Cup 2023 Ball name): বিশ্বকাপ ক্রিকেটে ব্যবহৃত বল হল কুকাবুরার টার্ফ সাদা বল (Kookaburra Turf White Ball)। জানিয়ে রাখি, টি-টোয়েন্টি বিশ্বকাপ (T-20 World cup) ও ওয়ান ডে বিশ্বকাপ (ODI World cup) উভয় ক্ষেত্রেই এই বল ব্যবহার করা হয়।

Mahesh-Alia
মাত্র ৫০০ টাকার বিনিময়ে আলিয়াকে দিয়ে এই কাজ করাতেন মহেশ! ঘুম উড়ল রণবীরের

২. বিশ্বকাপে ব্যবহৃত বল প্রস্তুতকারী দেশের নাম (World Cup 2023 Ball manufacturers country name): কুকাবুরার টার্ফ সাদা বল অস্ট্রেলিয়ায় তৈরি করা হয়। শ্রেষ্ঠত্ব ও গুণমানের দিক দিয়ে এই বল পুরো বিশ্বে জনপ্রিয়। বিশেষ বৈশিষ্ট্যের কারণে এর চাহিদা বেশ ভালোই আছে চারিদিকে। আর এই জন্যই এই বল ওডিআই বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যবহার করা হয়।

৩. বিশ্বকাপে ব্যবহৃত বলের দাম (price of World Cup 2023 Ball): টি-টোয়েন্টি ও ওডিআই বিশ্বকাপে ব্যবহৃত এক একটি সাদা টার্ফ বলের দাম কমপক্ষে ১৫ হাজার টাকা।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles