আন্তর্জাতিকখেলা

কিংবদন্তী তারকা পেলে’কে ছাপিয়ে গেলেন মেসি! লিওর আবেগঘন পোস্টের প্রতিক্রিয়া দিলেন পেলে

Advertisement
Advertisement

মুকুটে নতুন পালক যোগ আর্জেন্টাইন সুপারস্টারের। তিনি আর কেউ নন; স্বয়ং লিওনেল মেসি। একই ক্লাবের হয়ে গোল করার নিরিখে তিনি ছাপিয়ে গেলেন ব্রাজিলীয় কিংবদন্তীর রেকর্ডকে। লা-লিগায় ভায়োদালিদের বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই ১৯৫৭ থেকে ১৯৭৪ সালের মধ্যে ব্রাজিলের স্যান্টোস ক্লাবের হয়ে ৬৬৫ ম্যাচে কিংবদন্তী পেলের করা ৬৪৩ গোলের ইতিহাস ভেঙে স্বর্ণাক্ষরে নাম লেখালেন এলএমটেন। মেসি ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে ২০০৪ সাল থেকে আজ পর্যন্ত ৭৪৯ ম্যাচে ৬৪৪ গোল করেছেন।

কিংবদন্তীর রেকর্ড ভেঙে বারবার আবেগঘন হয়ে পড়লেন মেসি। জানালেন, ফুটবল খেলা শুরুর সময় কোনওদিন পেলের রেকর্ড ভাঙতে পারবো কল্পনাই করিনি। আমার পরিবার, বন্ধু, সহ খেলোয়াড়, সমর্থক এবং যাঁরা আমাকে প্রতিদিন সাহায্য করে চলেন তাঁদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।

ভায়োদালিদের ম্যাচের আগে ভ্যালেন্সিয়ারের ম্যাচেই কিংবদন্তীকে ছুঁয়ে ফেলেন এলএমটেন। আর গতকাল ভায়োদালিদের বিরুদ্ধে গোল পেলেকে ছাপিয়ে রেকর্ড গড়ে দিল ‘মাইলস্টোন ম্যান’-এর নামে।

গত ম্যাচে পেলের রেকর্ডকে ছোঁয়ার পর স্বয়ং পেলে মেসিকে অভিনন্দন জানান। ফুটবল সম্রাট লিখেছিলেন, “তোমার মতো আমিও জানি একই জার্সি পরে মাঠে নামার অনুভূতি ঠিক কী রকম! আমাদের গল্প যে একই, আমাদের গল্প একই ক্লাবকে ভালবেসে দীর্ঘদিন সেই ক্লাবেই খেলে যাওয়া। ভালোবাসায় হৃদয় আজ পরিপূর্ণ। বার্সেলোনায় সুন্দর কেরিয়ারের জন্য তোমায় অভিনন্দন। শুভেচ্ছা নতুন মাইলফলক ছোঁয়ার জন্য। তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা।”

Related Articles