নিউজ

অঙ্গনওয়াড়ি দফতরে প্রচুর কর্মী নিয়োগ, আজই আবেদনের শেষ সুযোগ

Advertisement
Advertisement

ICDS Employee Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য দুর্দান্ত খবর। কেবলমাত্র মাধ্যমিক পাস করলেই মিলবে চাকরি। একগুচ্ছ পদে নিয়োগ হতে চলেছে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। ইতিমধ্যেই অঙ্গনওয়াড়ি দফতর থেকে প্রকাশ্যে আনা হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। বাড়ি বসে অনলাইনে খুব সহজে আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা। কারা করতে পারবেন আবেদন? কীভাবে আবেদন করা যাবে? বিস্তারিত রইল এই প্রতিবেদনে।

Recruitment Agency (নিয়োগ সংস্থা)-

অঙ্গনওয়াড়ি সহায়ক দফতর

Name Of The Post (পদের নাম)-

অঙ্গনওয়াড়ি এবং সহায়িকা পদে হতে চলেছে নিয়োগ।

Total Vacancy (মোট শূন্যপদ)-

এই পদে নিয়োগ করা হবে 1,659 জনকে।

Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)-

যে সকল প্রার্থীরা এই পদ গুলিতে আবেদন করার কথা চিন্তা করছেন তাদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে অঙ্গনওয়াড়ি কর্মী ইন্টারমিডিয়েট বা তার সমতুল্য যোগ্যতা থাকতে হবে। উপযুক্ত যোগ্যতার সহিত আবেদনকারীদের কাজের সম্বন্ধে থাকতে হবে অভিজ্ঞতা।

Age Limit (বয়সসীমা)-

এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর। সর্বোচ্চ 35 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

Salary (বেতন)-

সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে মিলবে পারিশ্রমিক।

Application Fee (আবেদন ফি)-

এই সম্পর্কিত বিস্তারিত তথ্য মিলে যাবে সংস্থার ওয়েবসাইটে।

Last Date Of Application (আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ)-

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। চলতি মাসের 26 তারিখ থেকে আবেদনপত্র জমা করতে পারবেন ইচ্ছুক চাকরি প্রার্থীরা।

Documents (প্রয়োজনীয় নথিপত্র)-

এই পদে আবেদন করার জন্য অবশ্যই বেশ কিছু নথিপত্র থাকতে হবে চাকরি প্রার্থীদের কাছে।

আধার কার্ড

প্যান কার্ড

ভোটার কার্ড

শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট

কাস্ট সার্টিফিকেট

পাসপোর্ট সাইজের ছবি

How To Apply (কীভাবে করা যাবে আবেদন)-

এই পদে আবেদন করার জন্য প্রথমেই চলে যেতে হবে গুগলে। সেখানে গিয়ে সার্চ করে নিতে হবে অঙ্গনওয়াড়ি সহায়ক দফতরের ওয়েবসাইট। সরাসরি ক্লিক করতে পারেন এই লিঙ্কে www.upanganwadibharti.in

সবার আগে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করে নিতে হবে রেজিস্ট্রেশন।

এরপর পূরণ করতে হবে একটি ফর্ম।

গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর ছবি নির্দিষ্ট জায়গায় আপলোড করে দিতে হবে।

নির্দিষ্ট সময় এবং ডেটের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

বিস্তারিত জানতে হলে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে ভালো করে যাচাই করে নিতে হবে।

Related Articles