অর্থনীতি

মাত্র ৫০ টাকা করে দিলে ৩৫ লাখ টাকা রিটার্ন পাবেন, দেশবাসীর জন্য দুর্দান্ত প্রকল্প পোস্ট অফিসের

Advertisement
Advertisement

Post Office Savings Scheme: বর্তমান সময় দাঁড়িয়ে বিনিয়োগের একগুচ্ছ মাধ্যম খুলে গিয়েছে। যদিও বিনিয়োগের একাধিক অপশন থাকলেও বেশিরভাগ মানুষই বেছে নিচ্ছেন পোস্ট অফিসের একগুচ্ছ প্রকল্প (Post Office Savings Scheme)। বিশেষ করে একাধিক প্রান্তিক অঞ্চলে যেখানে এখনো ব্যাঙ্ক পৌঁছাতে পারেনি সেখানে সাধারণ মানুষের কাছে বিনিয়োগের বড় ভরসাই হলো এই পোস্ট অফিস। কষ্ট করে উপার্জন করা টাকা সযত্নে রাখার কারণেই বেশিরভাগ মানুষ বেছে নেন পোস্ট অফিস।

আজকের প্রতিবেদনে তেমনই একটি পোস্ট অফিসের প্রকল্প সম্পর্কে আলোচনা করা হচ্ছে। এই প্রকল্পে কোনো ব্যক্তি বিনিয়োগ করে খুব সহজেই মোটা অর্থ উপার্জন করতে পারবেন। এই স্কিমে একদিকে যেমন কোনো রকম ঝুঁকি নেই ঠিক তেমনই পাওয়া যাবে মোটা রিটার্ন। এই প্রকল্পের নাম ‘গ্রাম সুরক্ষা যোজনা’ (Gram Suraksha Yojana)। এটি পোস্ট অফিসের অন্যান্য জনপ্রিয় স্কিম গুলির মধ্যে একটি।

এই স্কিমের আওতায় কোনো ব্যক্তি প্রত্যেকদিন কেবলমাত্র 50 টাকা বিনিয়োগ করেই সুদে-আসলে পেয়ে যাবেন 35 লাখ টাকা। কারা করতে পারবেন এই প্রকল্পে বিনিয়োগ? কীভাবে বিনিয়োগ করা যাবে? ন্যূনতম কত দিনের জন্য বিনিয়োগ করতে হবে? সব তথ্য রইল এই প্রতিবেদনে।

বয়স সীমা-

এই প্রকল্পে বিনিয়োগ করার জন্য নূন্যতম বয়স হতে হবে 19 বছর। সর্বোচ্চ 55 বছর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা।

ন্যূনতম বিমাকৃত অর্থ-

এই প্রকল্পে ন্যূনতম 10 হাজার টাকা বিনিয়োগ করতে পারবেন ইচ্ছুক গ্রাহকরা। সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত করা যাবে বিনিয়োগ।

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো এই প্রকল্পে বিনিয়োগ করে লোনের সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা। মাত্র 4 বছর এই প্রকল্পে বিনিয়োগ করলেই লোন নিতে পারবেন সাধারণ। পলিসি হোল্ডার যদি আর এই যোজনাতে টাকা দিতে না পারেন সেক্ষেত্রে লোন সারেন্ডার করা হবে।

কীভাবে পাওয়া যাবে কত টাকা-

এই প্রকল্পে যদি কোনো ব্যক্তি প্রত্যেকদিন নূন্যতম 50 টাকা বিনিয়োগ করেন তাহলে ম্যাচুরিটির সময় তিনি পেয়ে যাবেন 35 লাখ টাকা।

দৈনিক 50 টাকা করে কোনো ব্যক্তি যদি মাসে 1515 টাকা করে জমা করতে পারেন তাহলেই পলিসির মোট মূল্য হবে 10 লাখ টাকা। ম্যাচুরিটির সময় ওই ব্যক্তি হাতে পেয়ে যাবেন 34.60 লাখ টাকা।

55 বছরের মেয়াদের জন্য এই স্কিমে পাওয়া যাবে 31,60,000 টাকা। অন্যদিকে 58 বছরের ক্ষেত্রে এই স্কিমে বিনিয়োগ করলে গ্রাহকরা পেয়ে যাবেন 33,40,000 টাকা। এছাড়াও যদি কোনো গ্রাহক 60 বছরের জন্য বিনিয়োগ করতে চান তাহলে ম্যাচুরিটির সময় তিনি পেয়ে যাবেন 34.60 লাখ টাকা।

Related Articles