অফবিট

IPS অফিসারের থেকেও অনেক বেশি মুকেশ আম্বানির গাড়ি চালকের স্যালারি, জানুন কিভাবে পাওয়া যায় এই চাকরি

Advertisement
Advertisement

Mukesh Ambani: কেবলমাত্র দেশ নয় সমগ্র বিশ্বজুড়ে যে কয়েকজন ধনকুবের রয়েছেন তার মধ্যে অন্যতম মুকেশ আম্বানি (Mukesh Ambani)। বর্তমানে রিলায়েন্স কর্ণধারের উপার্জন সম্পর্কে জানেন না এমন মানুষ খুব কমই রয়েছেন। আসলে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ার দৌলতে আম্বানি পরিবারের সম্পত্তির খবর কারোরই আজ অজানা নয়। আর এসবের মাঝেই জানা গেল মুকেশ আম্বানির গাড়ির চালকের বেতন।

ব্রিটেনের বাকিংহ্যাম প্যালেস এই বিশ্বের সবচেয়ে দামি বাসভবন। আর তারপরেই দ্বিতীয় স্থানে রয়েছে মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া। ইতিমধ্যেই বহুবার প্রকাশ্যে এসেছে মুকেশ আম্বানির বাড়ির কর্মচারীদের মাসিক মাইনের খবর। আর এবার জানা গেল আম্বানি পরিবারের গাড়ির ড্রাইভারের বেতন। যা কিন্তু একজন আইপিএস কিংবা আইএএস অফিসারের থেকেও বেশি।

বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, মুকেশ আম্বানির ব্যক্তিগত ড্রাইভার মাসিক বেতন বাবদ পান 2 লাখ টাকা। অর্থাৎ বার্ষিক 24 লাখ টাকা বেতন পান মুকেশ আম্বানির ব্যক্তিগত ড্রাইভার। যদিও এই রিপোর্ট প্রকাশ্যে এসেছিল 2017 সালে। তারপর কেটে গিয়েছে আনুমানিক 6 বছর। ফলে গাড়িচালকের মাইনে যে বহুগুণ বেড়ে গিয়েছে সে কথা বলাই যায়। যদিও আম্বানি পরিবারের গাড়ির চালক হওয়ার জন্য কিন্তু বেশ কিছু পরীক্ষা দিতে হয়। প্রয়োজন পরে একগুচ্ছ যোগ্যতার।

মুকেশ কোম্পানির ড্রাইভার হিসেবে কাজ করতে গেলে কোন কোন যোগ্যতার প্রয়োজন-

বিভিন্ন রিপোর্ট থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আম্বানি পরিবার একটি বেসরকারি ঠিকাদার সংস্থার মাধ্যমে নিয়োগ করে থাকেন গাড়ির চালক। আম্বানির মতো বিত্তশালী পরিবারের ড্রাইভার পদে চাকরির জন্য কঠোর প্রশিক্ষণ মেনে চলতে হয় তাঁদের। বিশেষ করে আম্বানিদের বুলেটপ্রুফ গাড়ি চালানোর দায়িত্ব থাকে গাড়ির চালকদের ওপর। এমনকি পরিস্থিতি যাই হোক না কেন যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখার পরীক্ষাও দিতে হয় চালকদের। প্রয়োজন বিলাসবহুল এবং যুদ্ধের গাড়ি চালানোর অভিজ্ঞতা। তবে কেবলমাত্র কিন্তু গাড়ির চালক নয়, আম্বানি পরিবারের অন্যান্য কর্মী যেমন বাবুর্চি, সিকিউরিটি এবং হাউসকিপিং স্টাফরা প্রত্যেক মাসে পান মোটা অঙ্কের টাকা মাইনে।

উল্লেখ্য, বর্তমানে ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন মুকেশ আম্বানি। এমনকি গোটা এশিয়ার সবচেয়ে ধনীতম ব্যক্তি তিনি। গোটা বিশ্বের হিসেবে তিনি রয়েছেন 13 তম ধনী ব্যক্তি হিসেবে। আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ বাজার মূল্যের ওপর ভিত্তি করে ভারতের সবচেয়ে মূল্যবান কর্পোরেশন। আজও পর্যন্ত এই কোম্পানির চেয়ারম্যান এবং ডিরেক্টর রয়েছেন খোদ মুকেশ আম্বানি।

Related Articles