অর্থনীতিনিউজ

Bank Strike: আবার দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, হাতের কাজ সেরে রাখতে জেনে নিন দিনক্ষণ

১৩ দিন ব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে AIBEA, সমস্যায় পড়তে হলে আগে থেকেই জেনে রাখুন

Advertisement
Advertisement

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অর্থাৎ AIBEA-র পক্ষ থেকে কর্মীদের বিভিন্ন দাবী মেটানোর উদ্দেশ্যে ৪ ডিসেম্বর ২০২৩ থেকে ২০ জানুয়ারি ২০২৪ পর্যন্ত দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ ব্যাঙ্ক কর্মীদের একাধিক দাবী মেটাতেই মোট ১৩ দিন ব্যাপী ধর্মঘটটি সম্পন্ন করতে চলেছে ব্যাঙ্কিং কর্মচারীদের পরিচালিত এই বৃহত্তম সংগঠনটি৷ ১৩ দিন ব্যাপী এই ধর্মঘট চললে সমস্যায় পড়তে পারেন বহু ব্যাঙ্কিং গ্রাহক৷

অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সিএইচ ভেঙ্কটাচালামের মতে বর্তমানে ব্যাঙ্কগুলিতে ক্লার্ক ও নিম্নপদস্থ কর্মচারীদের সংখ্যা কমিয়ে দিয়ে সুপারভাইজারি কর্মীদের সংখ্যা বাড়াতে তৎপর হয়েছে সরকার ও উচ্চপদস্থ কর্তারা৷ তার মতে এই সিদ্ধান্তের দ্বারা শিল্প বিরোধী আইনের অধীনে কর্মশক্তি হ্রাস করার চেষ্টা করা হচ্ছে৷ নিয়মিত কর্মচারী নিয়োগের বদলে চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মচারী নিয়োগ করা হচ্ছে৷ ফলে বিভিন্ন ভাবে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ব্যাঙ্কিং সেক্টরকে৷ সেই সঙ্গে সমস্যায় পড়ছেন ব্যাঙ্ক কর্মচারীরাও৷

AIBEA- র এই ধর্মঘটকে একটানা না চালিয়ে দফায় দফায় সম্পন্ন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে৷ প্রথম দফার ধর্মঘটটি ডাকা হয়েছে ৪ থেকে ১১ ডিসেম্বর, অর্থাৎ সাত দিনের জন্য৷ দ্বিতীয় দফায় ২ থেকে ৬ জানুয়ারি, এই চার দিনে সম্পন্ন হবে ধর্মঘটের কার্যকলাপ৷ তৃতীয় দফায় ১৯ ও ২০ জানুয়ারি এই দুদিন ব্যাপী চলবে এই ধর্মঘট৷

১৩ দিন ব্যাপী এই ধর্মঘটে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি সামিল হতে চলেছে৷ রাজ্যের বহু ব্যাঙ্ককর্মী এই ধর্মঘটে অংশ নেবেন৷ তবে গ্রাহকদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করেই এই ধর্মঘটকে টানা ১৩ দিন ধরে চালিয়ে নিয়ে যাওয়া হবে না৷ ধাপে ধাপে এর সমস্ত কার্যকলাপগুলি পরিচালনা করবে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কতৃপক্ষ৷

এখন দেখার অপেক্ষা স্থান বিশেষে এই ধর্মঘটের ঠিক কি প্রভাব পড়ে৷ তবে যাই প্রভাব পড়ুক, দিনক্ষণ তো জেনেই গেলেন৷ এবার সময় মেনে মিটিয়ে ফেলুন আপনার পড়ে থাকা ব্যাঙ্কের কাজগুলি৷ তাহলেই আর ধর্মঘটের কবলে পড়ে সমস্যায় পড়তে হবে না আপনাকে৷

Related Articles