অর্থনীতি

HDFC সহ তিন ব্যাঙ্ককে জরিমানা করল RBI, আপনার অ্যাকাউন্টের কি হবে?

Advertisement
Advertisement

RBI Penalty on Banks: নিয়ম ভাঙলেই দিতে হবে জরিমানা! বর্তমানে এই নীতি অবলম্বন করেই অভিযুক্ত ব্যাঙ্কগুলির বিরুদ্ধে জরিমানা আরোপ করছে আরবিআই (RBI)। সম্প্রতি এই উদাহরণের দেখা আবারও মিলল। এবার দুটি বড়ো ব্যাঙ্ক ও তিনটি সমবায় ব্যাঙ্কের উপর আরোপ হল জরিমানা। জরিমানা আরোপের পাশাপাশি পাঠানো হয়েছে শোকজ নোটিশও।

RBI Penalty on Banks

১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে (RBI Penalty on Banks)

ব্যাঙ্ক অফ আমেরিকা (Bank of America) ও এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) উপর ১০ হাজার টাকা জরিমানা আরোপ করেছে আরবিআই (RBI)। উক্ত দুই ব্যাঙ্কই এনআরআই (NRI)-দের টাকা জমা নেওয়া সংক্রান্ত আইন উলঙ্ঘন করেছে। উভয় ব্যাঙ্কই ফেমার (FEMA) আইন সঠিকভাবে মেনে চলেনি। নোটিশের জবাবে যদি যথাযথ উত্তর না পাওয়া যায়, তাহলে ব্যাঙ্কদুটিকে জরিমানা দিতে হবে।

Web Series
প্রতিটি মুহূর্তে রয়েছে যৌনতায় ঠাসা এই ওয়েব সিরিজ, ভুলেও ছোটদের সামনে দেখবেন না

সমবায় ব্যাঙ্কগুলোর উপরেও আরোপ হয়েছে জরিমানা (Co-operative Banks also has been fined by RBI)

এইচডিএফসি (HDFC) ও ব্যাঙ্ক অফ আমেরিকা (Bank of America) ছাড়াও আরও তিন সমবায় ব্যাঙ্কের উপরে জরিমানা আরোপ করা হয়েছে। গুজরাটের ‘ধ্রাঙ্গাধরা পিওপ্ল্স কো-ওয়ারেটিভ’ (Dhrangadhra People’s Co-operative Bank), আহমেদাবাদের ‘মন্ডল নাগরিক কো-অপারেটিভ ব্যাঙ্ক’ (Mandal Nagrik Co-operative Bank) ও বিহারের ‘পাটলিপুত্র সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্ক’ (Patliputra Central Co-operative Bank)-এর উপরে যথাক্রমে ১ লক্ষ টাকা, ১.৫ লক্ষ টাকা ও ১.৫ লক্ষ টাকা আরোপ করা হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Reserve Bank of India) তরফে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles