অর্থনীতিনিউজ

7th Pay commission: নবরাত্রির মধ্যেই সুখবর পাবেন কেন্দ্র সরকারের কর্মীরা! খুব শীঘ্রই ডিএ বৃদ্ধি করতে চলেছে

পুজোর মুখেই ডিএ বৃদ্ধির ঘোষণা, কত শতাংশ বৃদ্ধি হবে? জানুন

Advertisement
Advertisement

উৎসবের মরশুমে বিরাট খবর, কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের। যাঁরা ডিএ, ডিআর বৃদ্ধির খবরের জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই বিষয়ে বড় সিদ্ধান্তের পথে কেন্দ্র সরকার। এর আগে রাখি পূর্ণিমার সময় গ্যাসের দাম কমিয়ে মানুষের মনে স্বস্তি এনেছিল কেন্দ্র সরকার। এবার ডিএ (7th Pay commission) বৃদ্ধির দিকে এগোচ্ছে মোদি সরকার। খুব শীঘ্রই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধি হতে পারে। চলুন এ সম্পর্কে বিস্তারিত জানুন।

১ লা জুলাই ২০২৩ থেকে ডিএ (7th Pay commission) বৃদ্ধি হওয়ার কথা। সেটি হলে প্রায় সরাসরি প্রভাবিত হবে এক কোটিরও বেশি মানুষেরা ৷ মনে করা হচ্ছে কেন্দ্রের পক্ষ থেকে এই বড় ঘোষণা ১৫ ই অক্টোবর, ২০২৩-এর পরে যেকোনও দিনেই হতে পারে ৷ অর্থাৎ নবরাত্রির মধ্যে আরেকটি বড় সুখবর পেতে চলেছে মানুষ। প্রতি বছরই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানুয়ারি ও জুলাই ডিএ সংক্রান্ত ঘোষণা করা হয়ে থাকে সাধারণত ৷ এর সুফল পেয়ে থাকেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা৷

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ করে ডিএ (7th Pay commission) পাচ্ছেন ৷ এইবার যদি ৩ শতাংশ করে ডিএ বৃদ্ধি পায় সেক্ষেত্রে সেই পরিমাণ হবে ৪৫ শতাংশ ৷ যদিও কর্মচারী সংগঠনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ৪৭ শতাংশর জন্য ৷ এখন সময়েই উত্তর দেবে এর ৷ এরফলে ডিএ, ডিআর বৃদ্ধি পাবে সঙ্গে পাবেন এরিয়ারও ৷

প্রসঙ্গত, সামনেই ২০২৪-এ লোকসভা নির্বাচন। এর সঙ্গে বেশ কিছু রাজ্যে রয়েছে বিধান সভা ভোট। আর ভোটের মুখে একের পর এক তুরুপের তাস ফেলছেন মোদী সরকার। এর আগে গ্যাসের দাম ১২০০ থেকে ২০০ টাকা কমিয়ে ৯০০ করেছিল। উজ্জ্বল যোজনার ক্ষেত্রে প্রথমে ৯০০ টাকা মূল্যের উপর ২০০ টাকা এবং পরে আরো ১০০ টাকা অর্থাৎ মোট ৩০০ টাকা ভর্তুকির কথা ঘোষণা করেছে। এবার ডিএ (7th Pay commission) বৃদ্ধি ঘোষণার মধ্যে দিয়ে ভোটের বক্সে অনেকটাই প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Articles