দেশনিউজ

কমতে পারে বাইক ও স্কুটির দাম, বড় ঘোষণা কেন্দ্র সরকারে

দুচাকার যানবাহনের উপর বসানো জিএসটি রেট নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার।

Advertisement
Advertisement

আপনি কি বাইক বা স্কুটি কিনতে চাইছেন? তাহলে এখনই সেই সময় কিনে নিতে পারেন আপনার নিজের দুচাকার গাড়ি। কারণ খুব শীঘ্রই দুই চাকার গাড়ির দাম কমতে চলেছে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বক্তৃতায় এমনই ইঙ্গিত মিলেছে। এই দাম কমার কারণ হিসাবে বলা হয়েছে যে বাইক বা স্কুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলি এখন আর লাক্সারি জিনিস নয়। তাই দুচাকার যানবাহনের উপর বসানো জিএসটি রেট নিয়ে নতুন করে চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় সরকার।

বর্তমানে দুচাকার গাড়ির জন্য যা জিএসটি রেট আছে তার থেকে এবার অনেকটাই রেট কমবে। তার ফলে বাইক-স্কুটির দাম অনেকটাই কমে যাবে। যে কোনো সংস্থার দু চাকার গাড়ির দামই কমবে। যদিও কতটা কমবে তা এখনও স্থির হয়নি।

এখন এই করোনা পরিস্থিতিতে সাধারন মানুষ বাস, অটো, ট্রাম চড়ার পরিবর্তে নিজের গাড়িতে যাওয়াই বেশি নিরাপদ মনে করছেন। এছাড়া লকডাউনের সময় গাড়ি ঠিক করে পাওয়া যাচ্ছিলো না, তাই বাইক-স্কুটার-স্কুটিই ছিল একমাত্র ভরসার। কেউ কেউ আবার সাইকেলে করেও যাতায়াত করছেন। তাই সাধারণ মানুষের কথা ভেবেই এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এমনটি মনে করছে অনেকে।

Related Articles