ভারত ও কানাডার মুক্ত বাণিজ্য (India-Canada Trade) নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা। এর পিছনে রয়েছে শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা হরদীপ সিংহ নিজ্জরের হত্যা। এতে করে ভারত ও কানাডার মধ্যে সম্পর্ক খারাপ হচ্ছে। দুই দেশই আজ দুই দেশের দূতাবাস কর্মীকে বাদ দিয়েছে। আর এতে করেই ভারত কানাডা মুক্ত বাণিজ্য নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। অনেকেই আশঙ্কা করছেন, এর ফলে অবাধ বাণিজ্য চুক্তি আটকে যেতে পারে।
গত জুনে হত্যা করে মারা হয়েছে খালিস্তান আন্দোলনের অন্যতম নেতা হরদীপ সিংহ নিজ্জরকে। তারপরই কানাডা ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি (India-Canada Trade) নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে। জুনের আগে আশা করা হয়েছিল, এ বছরের মধ্যেই অবাধ বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে যাবে দুই দেশের মধ্যে। তবে হটাৎ করেই আলোচনা বন্ধ হয়ে যাওয়ায় আশঙ্কা তৈরি হয়েছে। তবে অনেকে মনে করছেন, সাময়িক উদ্বেগে কানাডার সঙ্গে ভারতের বাণিজ্য খারাপ হওয়ার কথা হবে। ভবিষ্যতে মুক্ত বাণিজ্য শুরু হবে দুই দেশে।
অনেকদিন ধরেই খলিস্তানপন্থী বিচ্ছিন্নতাবাদীরা কানাডার মাটিতে ভারতবিরোধী কার্যকলাপ করছিল। ভারত সরকার এমনটাই দাবি করে আসছে। নিজ্জরের মৃত্যুর পর তাই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তাই ভারতের দিকে আঙ্গুল তুলেছেন। তিনি জানিয়েছেন, নিজ্জর হত্যার পিছনে যে ভারতের হাত রয়েছে, সে বিষয়ে নাকি জাস্টিন ট্রুডোর হাতে তথ্যও রয়েছে। তবে এ বিষয়ে ভারত সরকার অভিযোগ অস্বীকার করেছে।
ইতিমধ্যে দুই দেশ পরস্পরের দূতাবাসের কর্মী বাদ দিয়েছে। তাই নতুন করে ভারত কানাডার বাণিজ্যিক (India-Canada Trade) সম্পর্ক নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে জিটিআরআই সহ-প্রতিষ্ঠাতা অজয় শ্রীবাস্তব জানিয়েছেন, ‘‘বাণিজ্যে বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা নেই।’’ যদিও ভবিষ্যতে মুক্ত বাণিজ্য নিয়ে কেউই আসার আলো দেখছে না।