অর্থনীতি

SBI, PNB, HDFC এবং ICICI ব্যাঙ্কের গ্রাহকদের ATM থেকে টাকা তোলার জন্য কত টাকা দিতে হবে?

Advertisement
Advertisement

ATM Cash Withdrawal Charges: এটিএম থেকে টাকা তুললে ব্যাঙ্ক অতিরিক্ত টাকা চার্জ (Cash Withdrawal Charge) করে। এই বিষয়টি সম্পর্কে ইতিমধ্যে অনেকেই জানেন। তবে অনেকেই জানেন না, যে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্ক বেশ কয়েকবার বিনামূল্যেও ট্রানজ্যাকশন (Free Transaction) করতে দেয়। ব্যাঙ্ক হিসাবে এর সংখ্যা কমবেশি হতে পারে। বহু গুরুত্বপূর্ণ ব্যাঙ্কই একাধিকবার ফ্রীতে টাকা তুলতে দেয় ও অন্যান্য ট্রানজ্যাকশন করতে দেয়।

RBI New Rule

জানিয়ে রাখি, বিনামূল্যে এটিএম-এ ট্রানজ্যাকশন করার একটি নির্দিষ্ট লিমিট আছে। সেটা পার করলেই ব্যাঙ্ক অতিরিক্ত টাকা কেটে থাকে। যদিও কেন্দ্রীয় ব্যাঙ্ক এর সর্বোচ্চ সীমা ঠিক করে দিয়েছে। আরবিআই-এর নয়া নিয়ম (RBI New Rule) অনুযায়ী, এটিএম ট্রানজ্যাকশনের জন্য কোনো ব্যাঙ্ক সর্বোচ্চ ২১ টাকা কাটতে পারে। চলুন দেখে নেওয়া যাক দেশের বড়ো ব্যাঙ্কগুলি কত পরিমাণ টাকা চার্জ করে থাকে।

ATM Cash Withdrawal Charges

১. স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India): ২৫০০০ টাকার ঊর্ধ্বে মোট ৫টি ট্রানজ্যাকশন ফ্রীতে করতে দেয় এসবিআই (SBI)। লিমিট পার করলেই অতিরিক্ত ১০ টাকা চার্জ করা হয়। আবার অন্য ব্যাঙ্কের এসবিআই এটিএম কার্ড (ATM) এসবিআই এটিএম-এ ব্যবহার করলে প্রতি ট্রানজ্যাকশনে জিএসটি সহ ২০ টাকা কাটা হয়।

ATM Cash Withdrawal Charges

২. পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank): এই ব্যাঙ্কে ৫টি ট্রানজ্যাকশন ফ্রীতে করতে দেওয়া হয়। লিমিট পার করলেই অতিরিক্ত ১০ টাকা চার্জ করা হয়। এই নিয়ম নন-মেট্রো সিটিতে লাগু রয়েছে। মেট্রো সিটিতে সর্বোচ্চ ৩টি ফ্রী ট্রানজ্যাকশন করতে দেওয়া হয়। এক্ষেত্রে লিমিট পার করলেই টাকা তোলার ক্ষেত্রে জিএসটি সহ ২১ টাকা এবং অন্যান্য ট্রানজ্যাকশনের ক্ষেত্রে জিএসটি সহ ৯ টাকা চার্জ করা হয়।

ATM Cash Withdrawal Charges

৩. আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank): এই ব্যাঙ্কের তরফে প্রত্যেক মাসে সর্বোচ্চ ৩টি ট্রানজ্যাকশন বিনামূল্যে করতে দেওয়া হয়। লিমিট পার করলেই প্রত্যেক নন-ফাইন্যান্সিয়াল ও ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যথাক্রমে ৮.৫ টাকা ও ২১ টাকা চার্জ করা হয়।

ATM Cash Withdrawal Charges

৪. এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank): এই ব্যাঙ্কের এটিএম-এ প্রতিমাসে ৫টি ট্রানজ্যাকশন ফ্রীতে করতে দেওয়া হয়। লিমিট পার করলেই প্রত্যেক ফাইন্যান্সিয়াল ও নন-ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যথাক্রমে ২১ টাকা ও ৮.৫ টাকা চার্জ করা হয়।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles