অর্থনীতি

ব্যাঙ্কিং পরিষেবা সংক্রান্ত ৪ টি নিয়মে বড়সড় বদল আনল RBI, যা গ্রাহকদের জানা জরুরি

মূলত ৪ টি নিয়ম জারি করেছে আরবিআই। এই নিয়মগুলি হল-

Advertisement
Advertisement

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ১ অক্টোবর ২০২০ থেকে ক্রেডিট ও ডেবিট কার্ড সংক্রান্ত কিছু নিয়ম জারি করেছে। মূলত ৪ টি নিয়ম জারি করেছে আরবিআই। এই নিয়মগুলি হল-

১) এবার থেকে গ্রাহকদের আন্তর্জাতিক লেনদেন, অনলাইন লেনদেন, সংস্পর্শহীন লেনদেন করার জন্য আগে থেকে আবেদন জানাতে হবে ৷ যে কোনও পরিষেবা এবার থেকে গ্রাহকরা তাদের কার্ডে সক্রিয় অথবা অসক্রিয় করে রাখতে পারবেন ৷ এই সুবিধাগুলি ATM, NFC, PoS বা ই-কমার্সের মাধ্যমে লেনদেনের সঙ্গে যুক্ত থাকবে।

২) কেন্দ্র সরকারের তরফে এবার নিয়ম জারি করা হয়েছে, বিদেশে টাকা পাঠালে এবার তার জন্য ট্যাক্স দিতে হবে৷ বিদেশ টাকা পাঠালে তার উপর ৫ শতাংশ ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স (TCS) দিতে হবে ৷

৩) আরবিআই-এর গর্ভনর শক্তিকান্ত দাস জানিয়েছেন, এবার ডিসেম্বর থেকে RTGS পেমেন্ট সিস্টেমের মাধ্যমে অনলাইন টাকা লেনদেনের সুবিধা সারাদিন মিলবে৷ এর আগে এই সুবিধা কেবলমাত্র ব্যাঙ্কের সময়তেই লেনদেন করা যেত ৷

৪) নতুন এই পদ্ধতির দ্বারা ব্যাঙ্ক ফ্রডের ঘটনার থেকে গ্রাহকদের এবং তাদের টাকা সুরক্ষিত রাখা যাবে অনেকটাই ৷ ইতিমধ্যেই স্টেট ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদা, আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের মেসেজ পাঠিয়ে দিয়েছে ৷ সেখানে উল্লেখ করা হয়েছে, ক্রেডিট ও ডেবিট কার্ডের বেশি কিছু পরিষেবা ১ অক্টোবর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এর মধ্যে ইন্টারন্যাশনাল লেনদেনও যুক্ত আছে।

Related Articles