অর্থনীতি

সরকারি কর্মীদের জন্য বিশাল সুখবর, বড় ঘোষণা মোদী সরকারের

এই বোনাস দেবার জন্য সরকারের খরচ হবে ৩,৭৩৭ কোটি টাকা।

Advertisement
Advertisement

করোনা আবহে কেন্দ্রীয় সরকারের কর্মীদের জন্য বিরাট সুখবর। দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বোনাস দেবে কেন্দ্রীয় সরকার। আর এরফলে উপকৃত হবেন ৩০ লক্ষ কর্মী। বুধবার কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর জানান, এই বোনাস দেবার জন্য সরকারের খরচ হবে ৩,৭৩৭ কোটি টাকা। আর বিজয়া দশমীর আগে ওই বোনাস দিয়ে দেওয়া হবে বলেও তিনি ঘোষণা করেন।

এই বোনাস প্রাপকদের তালিকায় রয়েছেন ১৭ লাখ নন গেজেটেড কর্মী। এদের মধ্যে রয়েছে রেল, পোস্ট অফিস, ইপিএফও, ইএসআইসি কর্মীরা। এছাড়াও আরও ১৩ লাখ নন-প্রোডাক্টিবিটি লিঙ্কড কর্মীও বোনাস পাবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর বলেন যে পুজোর মরশুমে মধ্যবিত্তের হাতে এই উৎসবের সময় যদি টাকা থাকে তাহলে বাজারের চাহিদা বাড়বে।


প্রতিবছর দশেরার আগে কেন্দ্রের কর্মচারীদের বোনাস দেবার ঘোষণা করা হয়। তবে এই বছর করোনা মহামারীর জন্য দেশের অর্থনীতির অবস্থা বেহাল। তাই এইবছর বোনাস পাবেন বলে কেউ আশা করেননি। কিন্তু এইবছরও বোনাস দিল কেন্দ্রীয় সরকার।

Related Articles