অর্থনীতিনিউজ

SBI গ্রাহকদের জন্য বড় খবর, এই প্রকল্পে পাবেন সবথেকে বেশি সুদ, আজই বিনিয়োগ করুন

Advertisement
Advertisement

SBI: অবসরের পর বিনিয়োগের ক্ষেত্রে প্রায় প্রত্যেকেই চান নিশ্চিত রিটার্ন। বার্ধক্য যেন সুখে শান্তিতে কাটে সে কারণে ফিক্সড ডিপোজিটের দিকেই পা বাড়ান বেশিরভাগ মানুষ। সম্প্রতি প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করে মোটা সুদের একটি প্রকল্প চালু করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI। আর এবার সেই প্রকল্পের সময়সীমা বৃদ্ধি করল দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক।

প্রবীনদের কথা চিন্তা করে SBI যে প্রকল্পটি চালু করেছে সেই প্রকল্পের নাম উইকেয়ার সিনিয়র সিটিজেন FD। এই প্রকল্পে বিনিয়োগ করলে মিলবে সর্বোচ্চ সুদ। চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত সহজেই এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা।

সালটা 2020। ওই বছর প্রথমবার ‘উইকেয়ার সিনিয়র সিটিজেন FD’ প্রকল্পটি লঞ্চ করা হয়েছিল SBI এর তরফে। প্রথম থেকেই প্রবল জনপ্রিয়তা পেয়েছে এই প্রকল্প। আর এতেই কিন্তু পরবর্তীকালে দু’দফায় এতে লগ্নির সময়সীমা বৃদ্ধি করেছে এই রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক। আর ফের একবার সেই সিদ্ধান্ত নিয়ে ফেলল SBI। প্রথমবার এই প্রকল্পের মেয়াদ শেষের তারিখ 2020 সালের সেপ্টেম্বর মাস বলেই ঘোষণা করা হয়েছিল SBI এর তরফে। পরবর্তীতে যা বাড়তে বাড়তে চলতি বছরের 31 মার্চে এসে পৌঁছায়। আর এবার জানা গেল চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা।

মূলত 60 বছরের বেশি বয়সের মানুষদের অতিরিক্ত সুদ দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছে SBI। বর্তমানে এই প্রকল্পে মিলছে 7.5 শতাংশ সুদ। এই প্রকল্পের হাত ধরে প্রবীণ নাগরিকরা 30 বিপিএস এর অতিরিক্ত সুবিধা পেয়ে যাবেন। অর্থাৎ তাঁদের ক্ষেত্রে সুদের হার থাকবে 7.8 শতাংশ। এই প্রকল্পের সবচেয়ে উল্লেখযোগ্য সুবিধা হল মাসে বা তিন মাস অন্তর সুদ তুলে নিতে পারবেন বিনিয়োগকারীরা। আবার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সুদে মূলে পুরো টাকা পেয়ে যাবেন হাতে।

উল্লেখ্য, এটি হলো এক ধরনের টার্ম ডিপোজিট। সর্বনিম্ন 5 বছর এবং সর্বোচ্চ 10 বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা। এমনকি এই প্রকল্পের উপর ভিত্তি করে ঋণ নিতে পারবেন আমানতকারীরা। যদিও আয়কর ছাড়ের কোন বিষয় নেই। মেয়াদ শেষের সময় কেটে নেওয়া হবে TDS। যদি এই সমস্যা এড়িয়ে যেতে হয় তাহলে 15H জমা করতে হবে বিনিয়োগকারীদের।

Related Articles