বিনোদন

মাত্র ৫০০ টাকার বিনিময়ে আলিয়াকে দিয়ে এই কাজ করাতেন মহেশ! ঘুম উড়ল রণবীরের

Advertisement
Advertisement

Mahesh-Alia: ফের একবার মেয়ে আলিয়াকে (Alia) নিয়ে সমালোচনার শিকার মহেশ ভাট! বিতর্ক আর মহেশ ভাট (Mahesh Bhatt) এ যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ। যতবারই তিনি সংবাদের শিরোনামে এসেছেন ততবারই তিনি পড়েছেন ট্রোলের মুখে। এবার কি হল তাই ভাবছেন নিশ্চই? হিন্দি চলচ্চিত্র জগতে একজন প্রথম সারির জনপ্রিয় পরিচালক হলেন মহেশ ভাট। আর ওদিকে আলিয়া হলেন জনপ্রিয় প্রথম সারির নায়িকা। তাদের যে বাবা-মেয়ের সম্পর্ক সেটা আশাকরি কারোর অজানা নয়।

Mahesh-Alia

বর্তমানে আলিয়া (Alia) একজন মেয়ে, একজন মা, একজন স্ত্রীর বাইরে গিয়েও তার নতুন করে একটি পরিচয় হয়েছে। আলিয়া এখন একজন কন্যা সন্তানের মা। তার মেয়ের নাম রাহা (Raha)। খুব কম সময়ের মধ্যেই আলিয়া নিজের অভিনয় দক্ষতা দিয়ে বলিউডে (Bollywood) পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। পরিচালক মহেশ ভাটের (Mahesh Bhatt) কন্যার এমন অভিনয় দক্ষতা থাকারই যে কথা তা আশ্চর্য্যের কিছু নয়। গুণী বাবার মেয়ের যে এমন অভিনয় দক্ষতা থাকবে তা জানাই ছিল।

Alia Bhatt
স্কুলের বাথরুমে লুকিয়ে করতেন এই কাজ! হাতেনাতে ধরা পরে যান আলিয়া

তবে, মহেশ ভাটের (Mahesh Bhatt) সিনেমার যেমন সকলেই গুনগান করেন তেমনই আবার তার চরিত্র নিয়েও নেটিজেনদের মধ্যে গুঞ্জনের শেষ নেই। এই তো বছর তিনেক আগে সুশান্ত সিং মৃত্যু মামলায় নেপটিজম নিয়ে অনেকেই আচ্ছা করে ধুঁয়ে দিয়েছিলেন মহেশকে। এছাড়াও কখনও অন ক্যামেরার সামনে মেয়েকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ থেকে শুরু করে চুমু খাওয়া সব নিয়েই তিনি উঠে এসেছেন পেজ থ্রির পাতায়। তবে, এবার তার দ্বিতীয় পক্ষের মেয়ে আলিয়াকে (Alia) নিয়ে তিনি উঠে এলেন চর্চায়।

Mahesh-Alia

সম্প্রতি এক জনপ্রিয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মহেশ (Mahesh Bhatt) বলেছেন যে, আলিয়া নাকি তার কাছ থেকে ৫০০ টাকা করে নিতেন। আর তাও আবার তারই একটি বিশেষ কাজের জন্য। কিন্তু কি সেই কাজ সেই নিয়ে কৌতুহল হচ্ছে নিশ্চই? আসলে আলিয়া নাকি মাত্র ৫০০ টাকার বদলে একসময় বাবা মহেশ ভাটের হাত-পা টিপে দিতেন। প্রতিটা বাবার সঙ্গে মেয়েদের যেমন সম্পর্ক তেমনই আলিয়ার সঙ্গেও তার বাবার তেমন সম্পর্ক। আর সেই কারণেই তো বাবা-মেয়ের মধ্যে চলতো এসব খুনসুটি। তবে রণবীরের এই বিষয়ে কোন প্রতিক্রিয়া নেই।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles