বিনোদন

স্কুলের বাথরুমে লুকিয়ে করতেন এই কাজ! হাতেনাতে ধরা পরে যান আলিয়া

Advertisement
Advertisement

Alia Bhatt: স্কুল জীবনের স্মৃতি প্রত্যেকটা মানুষের কাছে খুবই রোমাঞ্চকর এবং মজাদার হয়ে থাকে। খারাপ, ভালো সবরকম স্মৃতি জড়িয়ে যায় জীবনের সঙ্গে। শুধু সাধারণ মানুষই নন সেলিব্রিটিদের (celebrity) জীবনেও স্কুল নিয়ে নানা অভিজ্ঞতা থাকে। ছোটবেলাতে স্কুল নিয়ে নানা রকমের অভিজ্ঞতা জড়িয়ে আছে বিভিন্ন সেলিব্রিটিদের জীবনে। বলিউডের (Bollywood) প্রথম সারির নায়িকা হলেন আলিয়া ভাট (Alia Bhatt), বর্তমানে যিনি রণবীর কাপুরের (Ranbir Kapoor) স্ত্রী। তার স্কুলের একটি অদ্ভুত ঘটনা চমকে দেবে আপনাকে।

Alia Bhatt

আলিয়া ভাটের ছোটবেলার ছবি আমরা অনেকেই দেখেছি, ছবিটি থেকে বোঝা যায় তিনি যথেষ্টই শান্ত ছিলেন ছোটবেলায়। কিন্তু তিনি আদৌ অতটা শান্ত ছিলেন না। ছোটবেলা থেকে তিনি চঞ্চল স্বভাবের ছিলেন এবং নানারকম দুষ্টু বুদ্ধি তার মাথায় আসতো। সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে তিনি নিজের ছোটবেলার বিভিন্ন অদ্ভুত অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, যা অবাক করবে আপনাকেও।

আশ্চর্য হবেন জানলে যে, স্কুলের বাথরুম নিয়ে মজার অভিজ্ঞতা জড়িয়ে আছে আলিয়া ভাট এর জীবনে। স্কুল জীবনে বাথরুম ছিল তার সব থেকে প্রিয় জায়গা। কিন্তু কেন এমন মনে হতো তার? আসলে স্কুলে গেলেও তিনি পড়াশোনা করতে চাইতেন না। সেই কারণে তিনি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন বাথরুমে। এমনকি সেখানে ঘুমিয়েও পড়তেন। এক সাক্ষাৎকারে নিজের স্কুল জীবনের এই অদ্ভুত অভিজ্ঞতার কথা তিনি নিজের মুখে স্বীকার করেছেন।

Alia Bhatt

আসলে তিনি স্কুলে যেতেন ঘুমোতে এবং তার এই স্বভাব মোটেই পছন্দ ছিল না তার শিক্ষকদের। শিক্ষকরা তার এই কাজে বিরক্ত হয়ে অনেকবার শাস্তি দিয়েছেন তাকে। যদিও কোন কিছুতেই লাভ হয়নি বরং বাথরুম ছিল তার আদর্শ জায়গা। আসলে তিনি সাফল্য অর্জন করেছেন বিনোদন জগতে। মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট স্কুলের গণ্ডি পেরনোর পর সুযোগ পেয়ে গেছিলেন করন জোহরের সিনেমাতে অভিনয় করার।

“স্টুডেন্ট অফ দ্য ইয়ার” (Student of the Year) সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করার পর আলিয়া ভাটকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। বর্তমানে নিজের দক্ষতা দিয়ে বলিউডে তার জায়গাকে পাকাপাকিভাবে শক্ত করেছে আলিয়া ভাট। সম্প্রতি তিনি দশভূজার মতো সংসার, সিনেমা সব কিছু সামলাচ্ছেন।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles