ক্যামেরার সামনে নগ্ন হয়ে শরীরচর্চা করলেন সোনাক্ষী সিনহা! ছবি ভাইরাল হতেই উত্তাল সোশ্যাল মিডিয়া

বলিউডের নায়িকা মানেই একেবারে পারফেক্ট, নিজের সাজ পোশাক থেকে শুরু করে নিজের ফিগার মেনটেন সব দিকেই রাখতে হয় বিশেষ নজর। শরীরে এতটুকুও মেদ থাকতে পারবে না, আর সেই কারণেই সিনেমা জগতে প্রবেশ করার আগে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে উত্তীর্ণ হতে হয় অভিনেত্রীদের। নিজের চেহারাকে ভেঙ্গেচুড়ে নতুন ভাবে গড়ে নেওয়ার জন্য করতে হয় কঠোর তপস্যা। যেমনটা অভিনেত্রী সোনাক্ষী সিনহা ক্ষেত্রে হয়েছে।
অভিনেত্রী কোনদিনও ভাবেননি সিনেমা জগতে তিনি আসতে পারবেন, তার অন্যতম কারণ ছিল তার স্থূলকার চেহারা। শত্রুঘ্ন কন্যার সিনেমায় আসার আগে ওজন ছিলো ৯০ কেজি। তবে বলিউডের ভাইজান সালমান খানের অনুপ্রেরণায় নিজেকে সিনেমার জন্য তৈরি করেন সোনাক্ষী।
সালমানের দাবাং ছবি দিয়েই বলিউডে ডেবিউ করেন অভিনেত্রী। প্রথম ছবিতে অভিনয় করার পরেই বলিউডে নিজের পাকাপাকি জায়গা তৈরি করে ফেলেন সোনাক্ষী, সোনাক্ষীর লাস্যময়ী গ্ল্যামারাস লুক সকলেই বেশ পছন্দ করেন। আগাগোড়াই নিজের বোল্ড নেচার এর জন্য বেশ পরিচিত অভিনেত্রী। ওজন কমিয়ে একেবারে ঝরঝরে ফিগার তৈরি করেছেন তিনি, মাঝেমধ্যেই সেক্সি অবতারে অনুরাগীদের সামনে ধরা দেন তিনি। ফাঁকা সময় যোগব্যায়াম করেই সময় কাটান সোনাক্ষী। যোগব্যায়ামই সোনাক্ষির ফিট থাকার অন্যতম মন্ত্র।
সম্প্রতি নায়িকা নিজের শরীর চর্চায় কিছু ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেই ছবিগুলি ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে নেট জগতে। ছবিগুলিতে দেখা যাচ্ছে যোগব্যায়াম করতে মশগুল অভিনেত্রী। তবে নজর কেড়েছে তার ব্যামের পোশাকটি। স্কীন কালারের স্কিন টাইট পোশাক পরে রয়েছেন সোনাক্ষী, যা দেখে হঠাৎ করে মনে হবে কোন পোশাক পরেননি তিনি। নগ্ন অবস্থায় যোগব্যায়াম করছেন সোনাক্ষী। সোনাক্ষীর এই রূপ দেখে হোঁচট খেয়েছেন নেটিজেনরা। মুহূর্তের মধ্যেই সোনাক্ষী ছবিগুলি নেট দুনিয়ায় হয়েছে ঝড়ের গতিতে ভাইরাল।