খেলানিউজ

World cup Squad 2023: বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলো ভারত, অক্ষরের পরিবর্তে এলেন স্পিনার অশ্বিন

প্রত্যাশা মতই দল থেকে ছিটকে গেলেন অক্ষর প্যাটেল, জায়গা পেলেন অশ্বিন

Advertisement
Advertisement

আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট টুর্নামেন্ট, ওয়ানডে বিশ্বকাপ। ১৩ নম্বর ওয়ানডের বিশ্বকাপের আসর বসছে এদেশে। আয়োজন হলো ভারত। বিশ্বকাপে অংশগ্রহণকারী বিভিন্ন দল ইতিমধ্যেই চলে এসেছে ভারতে। এরই মধ্যে একটি বড় খবর উঠে আসলো। বিশ্বকাপে ভারতীয় দলের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হলো।

গত ২৮শে সেপ্টেম্বর বিশ্বকাপে দলের পরিবর্তন করার শেষ সুযোগ দিয়েছিল আইসিসি। আর এই শেষ মুহূর্তে ভারত তাদের বিশ্বকাপ দলের চূড়ান্ত পরিবর্তন করলো। বিশ্বকাপ থেকে বাদ পড়েছে অক্ষর প্যাটেল। জানা যাচ্ছে, ইনজুরি আক্রান্ত হওয়ার কারণেই দল থেকে বাদ গেলেন তিনি। এদিকে শেষ মুহূর্তে এসে অশ্বিনের ভাগ্য খুলে গেল। অক্ষরের পরিবর্তে ভারতীয় বিশ্বকাপ দলে জায়গা করে নিল অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

আইসিসির নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের জন্য গত ৫ই সেপ্টেম্বর ১৫ জনের একটি দল ঘোষণা করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে জায়গা করে নিয়েছিলেন অক্ষর প্যাটেল। প্রাথমিক দল গঠন তাঁর নাম ছিল ১৫ জনের দলের মধ্যে। তবে বাংলাদেশের বিরুদ্ধে এশিয়া কাপ সুপার ফোর ম্যাচ খেলার সময় তিনি আঘাত পান। এখনো তিনি সেরে ওঠেনি। এদিকে শেষ সিরিজে ভালো খেলে ভারতীয় বিশ্বকাপ দলের ১৫ জনের তালিকায় জায়গা করে নিল অশ্বিন।

ভারতীয় বিশ্বকাপ দলে কে কে থাকছেন?

চূড়ান্ত তালিকা গতকাল অর্থাৎ ২৮শে সেপ্টেম্বর জমা পড়েছে। এই চূড়ান্ত তালিকা অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপের অধিনায়ক হলেন রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক হলেন হার্দিক পান্ডিয়া। বাকি ১৩ জন ক্রিকেটার হলেন- শুভমান গিল, ঈশান কিষান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, শার্দূল ঠাকুর, মুহাম্মদ শামি, মুহাম্মদ সিরাজ, জাসপ্রীত বুমরাহ।

Related Articles