খেলা

ঠাঁই নেই বাংলাদেশিদের! টিম ইন্ডিয়ার হারে উৎসব পালন করায় ফের বড় ঝটকা খেল বাংলাদেশ

Advertisement
Advertisement

WB Hotels:এবারের ক্রিকেট বিশ্বকাপে (Cricket World cup) ভারত (India) জয়ের আশায় বুক বেঁধেছিল দেড়শ কোটি ভারতবাসী। পর পর দশটি ম্যাচে অসাধারণ খেলার পর বিশ্বকাপ থেকে হার নিয়ে ফিরে আসাটা মানতে পারেনি দেশবাসী। সেই ক্ষতকে আরও বাড়িয়ে দিতে বাংলাদেশ নাগরিকরা ভারতের সম্পর্কে নানা ধরনের কুমন্তব্য শুরু করে। বাংলাদেশীদের (Bangladeshi) তরফ থেকে ভারত বিদ্বেষী নানা ধরনের জল্পনা-কল্পনা এবং মন্তব্য শোনার পর ভারতের হোটেল মালিকরা (Hotel owners) তাদের দেশের হয়ে এক নতুন পন্থা অবলম্বন করেন প্রতিবাদের (Protest) জন্য।

Cricket World Cup 2023

বাংলাদেশীদের বিরুদ্ধে ভারতের প্রতিবাদ (Protest against Bangladesh)

মারপিট বা ঝগড়া করে নয় ভারতে এক অন্যরকম পদ্ধতিতে বাংলাদেশীদের প্রতি প্রতিশোধ নেওয়া হচ্ছে। এবার বাংলাদেশীদের ঠাই হবে না ভারতের বিভিন্ন হোটেল রুমে। শনিবার উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) জেলার রায়গঞ্জে (Raiganj) বেশ কিছু হোটেল মালিক সেরকম তাই জানান।

আরও পড়ুন: বন্ধ হলো ব্যবসা! টিম ইন্ডিয়ার হারে উৎসব পালন করায় ফের বড় ঝটকা খেল বাংলাদেশ

রায়গঞ্জ হোটেল মালিকদের বক্তব্য (Statement of WB Hotels)

হোটেল মালিকরা জানিয়েছেন যে, বিশ্বকাপে পরাজিত হওয়ার পর সকলেই একটি চাপা যন্ত্রণায় ভুগছেন। আর এমত অবস্থায় বাংলাদেশ সমানে ভারতকে দুষে নানা রকম খারাপ খারাপ মন্তব্য করে যাচ্ছে। আজকে বাংলাদেশ বিভিন্ন বিষয়ে ভারতের উপর কিন্তু নির্ভরশীল। তো সেই জায়গা থেকে ভারতের বিরুদ্ধে যাওয়াটা মোটেই উচিত হয়নি বাংলাদেশীদের। এমনকি বাংলাদেশ স্বাধীনতা পাওয়ার মূলেও রয়েছে ভারতের হার। তাই বাংলাদেশের ক্রিকেটার সহ বাংলাদেশের নাগরিকদের ভারতের প্রতি এই বিদ্বেষী আচরণ মোটেই পছন্দ হয়নি রায়গঞ্জের হোটেল মালিকদের।

WB Hotels:

বাংলাদেশীদের এইরূপ আচরণে একত্র হয়ে রায়গঞ্জের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে হোটেল মালিকরা (WB Hotels) প্রতিবাদ শুরু করেছে। তারা জানিয়েছে বাংলাদেশ থেকে আগত কোন মানুষের জায়গা হবে না তাদের হোটেলে। এমনকি তারা বাংলাদেশীদের বয়কটের ডাকও দিয়েছেন, যা খুব কম সময়ের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles