অফবিট

গরমের ছুটিতে ঘুরে আসুন এই ৭ অফবিট প্লেস, স্বর্গ সুখ পাবেন

Advertisement
Advertisement

Travel Destination: গরমের জালায় জ্বলছে বাংলা। এই পরিস্থিতিতে সকলেই চাইছেন শহরের গরম আর কোলাহল থেকে দূরে গিয়ে নিরিবিলিতে সময় কাটাতে। আপনিও কী রয়েছেন সেই তালিকাতে? কোথায় যাবেন বুঝে উঠতে পারছেন না? তাহলে আজকের এই প্রতিবেদন কিন্তু আপনার জন্য। কারণ এই প্রতিবেদনেই হদিশ রইল একগুচ্ছ পাহাড়ি ঠিকানার।

খজ্জিয়ার-

হিমাচল প্রদেশের অপূর্ব সুন্দর শৈল শহর খজ্জিয়ার। শান্ত পরিবেশে যদি একান্তে কিংবা প্রিয় মানুষটার সঙ্গে কিছুটা সময় কাটাতে চান তাহলে এই ঠিকানা আপনার জন্য একেবারেই আদর্শ। এখানকার প্রকৃতির সবুজ ঘন রূপ, নিস্তব্ধতা এবং একান্ত অবকাশ খুব সহজেই আপনার মন করে দেবে শান্ত। এখান থেকেই ঘুরে আসতে পারেন খজ্জিয়ার হ্রদ। এই পাহাড়ি এলাকায় রয়েছে প্রায় ৮০০ বছরের পুরনো এক মন্দির। সেখানে গিয়েও কিছুটা সময় কাটিয়ে নিতে পারবেন। মন যদি চায় তাহলে করতে পারবেন ট্র্যাকিং। এখান থেকে একেবারেই সামনে কৈলাস পর্বত। জানিয়ে রাখি, এই জায়গাকে ভারতের সুইজারল্যান্ড বলেও চেনেন অনেকে।

দাওয়াই পানি-

দার্জিলিংয়ের ঘুম স্টেশন থেকে মাত্র মিনিট কুড়ির দূরত্বেই রয়েছে এই জায়গা। এই গ্রামের নামকরণ এমন হওয়ার কারণ সামনে দিয়ে বয়ে যাওয়া একটি নদী। অনেকেরই মতে, এই নদীর জলে মিশে রয়েছে নানান রকম খনিজ পদার্থ। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই নদীর জল পান করে সহজেই রোগমুক্ত হতে পারেন গ্রামের মানুষেরা। এখানকার পরিবেশ খুব সহজেই মন জয় করবে আপনার। গ্রামের যে প্রান্তেই যান না কেন একেবারে পরিষ্কার ঝকঝকে দেখতে পাবেন কাঞ্চনজঙ্ঘা।

রাবংলা-

দক্ষিণ সিকিমের অন্যতম পর্যটন কেন্দ্র হল রাবংলা। গ্রীষ্মকালে এখানে ভিড় জমান বহু পর্যটক। পাহাড়ের বুক চিরে দিগন্ত বিস্তৃত চা বাগান, বুদ্ধমূর্তি দেখে আপনার মন হারিয়ে যাবে সহজেই। এমনকি কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম, সিনি ওলচু খুব সহজেই এই দেখতে পারবেন এখান থেকে। মনে হবে পাহাড়ের একেবারে গা ঘেঁষে ভেসে বেড়াচ্ছে নীল আকাশ। এখানে গেলেই মানসিক শান্তি পাবেন।

পঞ্চগনি-

তীব্র গরমের হাত থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে গন্তব্য হোক মহারাষ্ট্রের পঞ্চগনি। মুম্বাইয়ের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত এই শৈল শহর। মহাবালেশ্বর থেকে এর দূরত্ব প্রায় আধঘণ্টা। দুপুরে রোদ আর সন্ধ্যায় হালকা হিমেল হাওয়া মন জয় করে নেবে আপনার।

কুর্গ-

পশ্চিমঘাট পর্বতের ঢালে কোদাগু জেলায় পাহাড় ঘেরা এক অন্যতম স্বপ্নের জায়গা হল কুর্গ। এখানকার উঁচু-নিচু পাহাড় আঁকাবাঁকা রাস্তা একবার দেখলে মন চাইবে বারে বারে যেতে। বলা যেতে পারে শহুরে কোলাহলের বাইরে গিয়ে এ যেন এক টুকরো স্বর্গ।

সান্তুক-

গ্রীষ্মকাল হোক অথবা শীতকাল। যে কোনো সময় পাহাড়ের এই অংশ ঘুরে আসার জন্য একেবারেই আদর্শ। দার্জিলিং কিংবা গ্যাংটক থেকে ফেরার পথে ঘুরে আসতে পারেন এই জায়গা থেকে। আর যদি হাতে থাকে ২-৩ দিনের ছুটি তাহলে চলে যান পরিবারকে সঙ্গে নিয়ে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য বেশ ভালো লাগবে আপনার।

চোপতা-

উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় অবস্থিত এই পর্যটন স্থল। কেদারনাথ থেকে মাত্র ৮০ কিলোমিটার দূরে রয়েছে এই জায়গা। এটি আসলে কেদারনাথ ও বন্যপ্রাণী অভয়ারণ্যের একটি অংশ। এখান থেকে আপনি দেখতে পাবেন ৮০ টিরও বেশি চূড়া।

Additiya Banerjee

আমি অদ্বিতীয়া। জটিল এবং গুরুত্বপূর্ণ বিষয় বস্তু সহজ ভাষায় নিজের লেখনীর মাধ্যমে পাঠকদের কাছে তুলে ধরার চেষ্টা করি। বিগত ৬ বছর ধরে আমি সাংবাদিকতার সঙ্গে যুক্ত। বিনোদন থেকে রাজনীতি সব বিষয়েই লিখতে ভীষণ ভালবাসি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপটুডেট রাখতে নিত্যদিন খুঁটিনাটি বিষয় নিয়ে পড়াশুনা চালিয়ে যাচ্ছি।

Related Articles