দেশ

সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর! ৫০% বেড়ে গেল DA

Advertisement
Advertisement

DA Hike: নতুন বছরে কেন্দ্রীয় সরকার (Central Government) সরকারি কর্মচারীদের ডিএ (DA Hike) বৃদ্ধি করতে পারে। দাবি করা হয়েছে, এইবারে সরকার মহার্ঘভাতার পরিমাণ বাড়িয়ে ৫০% করে দিতে পারে। সাধারণত সরকার জানুয়ারি ও জুলাই মাসে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে থাকে। সেই হিসাবেই অনুমান করা হয়েছে যে, আগামী জানুয়ারিতে মহার্ঘভাতার পরিমাণ ৪% বাড়ানো হতে পারে।

DA Hike

মহার্ঘভাতা ৫০% বাড়তে পারে (DA may increase by 50%)

এআইসিপিআই (AICPI)-এর তথ্যের উপরে ভিত্তি করেই ডিএ বাড়ানো হয়। কর্মীরা প্রায় বছরের শুরু থেকেই মহার্ঘভাতা বৃদ্ধির আশা করে থাকেন। এবার সরকার যদি ডিএ ৫০% করে দেয়, তাহলে বেতনের মোট বেতনের পরিমাণও বেড়ে যাবে সরকারি কর্মচারীদের।

Web Series
প্রতিটি মুহূর্তে রয়েছে যৌনতায় ঠাসা এই ওয়েব সিরিজ, ভুলেও ছোটদের সামনে দেখবেন না

স্যালারি কত বাড়বে? (How much Salary will increase?)

কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের ডিএ বছরে দুবার বাড়িয়ে থাকে। বর্তমানে কর্মচারীরা ৪৬% হারে ডিএ পাচ্ছেন। এবার যদি জানুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার আরও ৪% ডিএ বাড়ায়, তাহলে মহার্ঘভাতার পরিমাণ বেড়ে গিয়ে ৫০% হয়ে যাবে। এই পরিমাণ ডিএ কার্যকরী হলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কমপক্ষে ৯০০০ টাকা বেড়ে যেতে পারে।

DA Hike

ডিএ ৫০% হলেই ‘শূন্য’ হয়ে যাবে (After hitting 50% DA will be ‘Zero’)

ডিএ নিয়ম অনুযায়ী, ২০১৬ সালে সরকার যখন সপ্তম বেতন কমিশন লাগু করে তখন মহার্ঘভাতা ‘শূন্য’ হয়ে গেছিল। নিয়ম অনুযায়ী, ডিএ-এর পরিমাণ ৫০% স্পর্শ করলেই সেটা কমে গিয়ে ‘শূন্য’ হয়ে যাবে এবং ৫০% রেট হারে প্রাপ্ত ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যাবে। উদাহরণস্বরূপ, কারোর মূল বেতন যদি ১৮০০০ টাকা হয়, তাহলে সে ৯০০০ টাকা ৫০% ডিএ হিসাবে পাবে। ডিএ ৫০% হয়ে গেলেই সেটা মূল বেতনের সঙ্গে যুক্ত হবে এবং মহার্ঘভাতা ‘শূন্য’ হয়ে যাবে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles