আন্তর্জাতিকনিউজ

Indian post office: ডাক বিভাগের অভিনব উদ্যোগ! পোস্ট ম্যান বাড়িতে পৌঁছে দেবে রসগোল্লা

বিদেশে ছেলে বা আত্মীয়? ডাকের সাহায্যে উপহার হিসাবে পাঠাতে পারেন রসগোল্লা

Advertisement
Advertisement

অনেকে ভারতীয় কাজের সূত্রে বিদেশে থাকেন। বেশির ভাগ সময় তারা দেশে আসতে পারেন না। এই ভারতীয়দের মধ্যে অনেকে আবার বাঙালি। দীর্ঘদিন বিদেশে থাকার ফলে তারা একদিকে যেমন পরিবার থেকেও দূরে থাকেন, অন্যদিকে বাঙালি খাবার থেকেও বঞ্চিত থাকে। তবে এবার বিদেশে থাকা ভারতীয় বিশেষ করে বাঙালীদের জন্য এক অভিনব উদ্যোগ নিল ভারতীয় ডাক বিভাগ (Indian post office)। চলুন বিস্তারিত জেনে নিন।

দরজায় এসে কলিং বেল বাজাচ্ছে, আপনি দরজা খুলে দেখলেন বাইরে একজন পোস্ট ম‍্যান দাঁড়িয়ে। আপনি ভাবলেন হয়তো কোন চিঠি বা পার্সেল এসেছে। তবে পোস্ট ম‍্যান (Indian post office) আপনার হাতে একটা মিষ্টির হাঁড়ি তুলে দিল। আপনি নিশ্চই অবাক হবেন। তবে এতে অবাক হওয়ার মতো কিছু নেই। কেন নেই, সে বিষয়টি আপনাদের জানাতে চলেছি।

আসলে ভারতীয় ডাক বিভাগের পশ্চিমবঙ্গ সার্কেল এক অভিনব উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগেই বিদেশে থাকা বাঙালির বাড়িতে পৌঁছে যাবার রসগোল্লা (Indian post office)। বর্তমানে বহু বাঙালি কাজের সূত্রে পরিবার ছেড়ে বিদেশে থাকেন। বহু দিন বাড়িতে না আসার ফলে, পরিবারের লোকজনকে যেমন মিস করে, তেমনই মিস করে বাঙালির প্রিয় রসগোল্লাও। কেননা বিদেশে রসগোল্লা পাওয়া যায় না।

এবার বিদেশে পড়তে যাওয়া ছেলে কিংবা বিদেশে থাকা আত্মীয়কে বাংলা থেকেই রসগোল্লা পাঠাতে পারবেন। ডাক বিভাগের (Indian post office) পশ্চিমবঙ্গের সার্কেল এমন সুবিধা দিচ্ছে। এতদিন বেসরকারি কুরিয়ার সংস্থাগুলি এমন পরিষেবা প্রদান করছিল যদিও সেক্ষেত্রে কুরিয়ার চার্জ ছিল অনেক বেশি। তবে ভারতীয় ডাক বিভাগের মাধ্যমে বিদেশে থাকা আত্মীয়দের রসগোল্লা পাঠালে চার্জ খুবই কম। পুজোর আগেই ডাকবিভাগের এই অভিনব উদ্যোগের কারণে অনেকেই বিদেশে থাকা পরিজনদের রসগোল্লা পাঠাতে শুরু করেছে।

Related Articles