খেলা

রোহিতের এই ভুলের জন্যই হাতছাড়া বিশ্বকাপ, নীরবতা ভেঙে মুখ খুললেন অশ্বিন

Advertisement
Advertisement

World Cup 2023: বিশ্বকাপ ২০২৩ ফাইনালে হেরে যাওয়া নিয়ে অকপট ডানহাতি ঘূর্ণি বোলার অশ্বিন। তিনি খোলাখুলিভাবে তীরে এসে তরী ডোবার কারণ উল্লেখ করলেন। টিম ইন্ডিয়ার ভুল চিহ্নিত করে রোহিতের ভূমিকায় প্রশ্নও তুললেন এই ডানহাতি স্পিনার। চলুন জেনে নেওয়া যাক, তিনি ঠিক কী বললেন।

Coins Rule
কয়েন নিতে ঝামেলা করছে ব্যাঙ্ক বা দোকানদার? এই ভাবে নিন ব্যবস্থা

 

সম্প্রতি অশ্বিন (Ravichandran Ashwin) ইউটিউব চ্যানেলে বলেন, “রোহিত (Rohit Sharma) ভেবেছিলেন আহমেদাবাদের পিচে ব্যাটিং করে বড়ো স্কোর সহজেই তুলে নেওয়া যাবে। কিন্তু তা করতে ব্যর্থ হয় ভারতীয় দল। তিনি আরও দাবি করেন যে, হিটম্যান পিচ বুঝতে পারেননি। এই ইস্যুতে তাঁর আরও সংযোজন, “পিচের বৈশিষ্ট্য বুঝতে ব্যর্থ হন আমাদের ক্যাপ্টেন। সঠিকভাবে পিচের বৈশিষ্ট্য বিশ্লেষণ করতে পারলে রোহিত আমাদের দলকে বিশেষভাবে সতর্ক করতেন। তখন সবাই সাবধানে খেলতো”। জানিয়ে রাখি ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের দিনেই ভারতের ইনিংস শেষ হওয়ার পরে ভারতীয় দলের দক্ষিণী স্পিনার অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলির সঙ্গে কথা বলেন। অশ্বিন তাঁকে আগে ব্যাট করার বিষয়ে প্রশ্ন করলে সোজাসাপ্টা উত্তর দেন বেইলি।

World cup 2023

বেইলির সেই উত্তরই ইউটিউবে জানালেন অশ্বিন (Ravichandran Ashwin)। তাঁর কথায় বেইলি জানিয়েছিলেন যে, অস্ট্রেলিয়ান ক্রিকেট প্লেয়াররা এর আগেও আহমেদাবাদের মাঠে খেলেছে। আইপিএল (IPL)-এর দৌলতে বেশ কিছু অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের এই মাঠে খেলার অভিজ্ঞতা রয়েছে। কালো রঙের পিচ থাকলে কোনোমতেই ভাঙে না। আর আহমেদদাবাদের পিচ ঠিক এমনটাই ছিল। সন্ধ্যার পরে শিশির পড়লে পিচের প্রকৃতি বদলে যায়। তাই প্রথমে ব্যাটিং করাকে সঠিক বলে দাবি করেন বেইলি। তিনি এও জানান, ভারতকে প্রথমে ব্যাটিং করতে দেওয়ার ক্যাপ্টেন প্যাট কামিন্সের সিদ্ধান্ত শুনে নাকি তাঁরা হকচকিয়ে গিয়েছিলেন।

World Cup 2023

এই ধরণের পিচে প্রথমে ব্যাট করলে সাধারণত অ্যাড ভান্টেজই পাওয়া যায়। কিন্তু তাহলে ঠিক কী ঘটল সেদিন?
বিশেষজ্ঞদের দাবি, আহমেদাবাদের মতো পিচের সুবিধা ভারতীয় ক্রিকেট টিম সেদিন নিতে পারেনি। ফাইনালের দিন ভারত মাত্র ২৪১ রানের টার্গেট দেয় অজিদেরকে। প্রথম দিকে অজিরা ৩টি উইকেট হারিয়ে চাপে থাকলেও পরে ঘুরে দাঁড়ায়। ট্র্যাভিস হেডের শতরান, লাবুসেনের অর্ধশত রান অস্ট্রেলিয়াকে বিজয়ী হওয়ার দিকে এগিয়ে নিয়ে যায়। ৪৩ ওভারে পৌঁছাতেই জয়ের খাতায় নাম লেখায় ক্যাঙারু ব্রিগেড।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles