খেলানিউজ

ফের অসুস্থ সৌরভ গাঙ্গুলি, মহারাজের জন্য আরও একবার কলকাতায় আসছেন দেবী শেঠি

Advertisement
Advertisement

বিশিষ্ট চিকিৎসক দেবী শেঠির উপস্থিতিতেই ফের স্টেন্ট বসবে মহারাজের হৃদযন্ত্রে। বাড়ি ফেরার তিন সপ্তাহের মাথাতেই ফের অসুস্থ হলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁকে ফের ভর্তি করা হলো অ্যাপোলো হসপিটালে। এবার দেবী শেঠি নিজেই তাঁর হার্টে স্টেন্ট বসাবেন বলে সূত্রের খবর।

উডল্যান্ডস হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরার তিন সপ্তাহের মাথাতেই ফের বুকে ব্যথা হয় সৌরভের। মঙ্গলবার রাত থেকেই ফের অসুস্থ হয়ে পড়েন তিনি। বুধবার সকালে বুকে ব্যথা অনুভব করায় গ্রীন করিডর তৈরি করে এমার্জেন্সি বেসিসে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাঁকে। আপাতত স্থিতিশিল আছেন বাংলার মহারাজ।

কার্ডিওলজিস্ট আফতাব খানের তত্ত্বাবধানে মেডিক্যাল টিম সৌরভের চিকিৎসা করছেন। আপাতত তিনি স্থিতিশীল অবস্থায় বলে জানা গেছে। বৃহস্পতিবার সৌরভের চিকিৎসার জন্য বিশেষ ভাবে আসছেন দেবী শেঠি। সৌরভের হার্টে এখনো দুটি ব্লকেজ রয়েছে। তাঁর তত্ত্বাবধানেই স্টেন্ট বসানো হবে বলে জানানো হয়েছে।

গত ২ জানুয়ারি বুকে ব্যথা নিয়ে উডল্যান্ডসে ভর্তি হন মহারাজ। তিনটি ব্লকেজ ছিলো তাঁর হার্টে। একচি স্টেন্ট বসানোর পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন তিনি। কিন্তু কিছুদিনের মধ্যেই আবার অসুস্থ হওয়ায় চিন্তা বাড়লো সকলেরই।

Related Articles