খেলানিউজ

World Cup opening match: স্টেডিয়াম ফাঁকা! বিশ্বকাপের প্রথম ম্যাচেই ভরলো না আসন, প্রশ্নের মুখে বিসিসিআই

প্রথম ম্যাচে দর্শক সংখ্যা মাত্র এক তৃতীয়াংশ, ভরলো না স্টেডিয়াম

Advertisement
Advertisement

ভারতের বুকে ক্রিকেট খেলা অনেক রকমের। ভারত জুড়ে যে পরিমান ক্রিকেট নিয়ে পাগলামি দেখা যায়, তা আর অন্য দেশে দেখা যায় না। ইংল্যান্ডে ক্রিকেটের জন্ম হলেই, ভারতের মানুষের রক্তে রক্তে মিশে রয়েছে ক্রিকেট। তবে এবার সেই ক্রিকেট নিয়েই প্রশ্নের মুখে ভারত। লক্ষীবারে বিশ্বকাপ ক্রিকেটের সূচনা হলেও স্টেডিয়াম একেবারে ফাঁকা। এক কথায় ম্যাড়ম্যাড়েভাবে শুরু হলো ওডিআই বিশ্বকাপ (World Cup opening match)।

প্রসঙ্গত, এ বছর আইসিসি ওডিআই বিশ্বকাপ (World Cup opening match) আয়োজিত হয়েছে ভারতে। আজ বিশ্বকাপ খেলার প্রথম ম্যাচ ছিল। বিশ্বকাপের প্রথম খেলাটি হয়েছে গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই জায়গায় বলে রাখা দরকার, গুজরাটের এই নব নির্মিত স্টেডিয়ামটির আসন সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। তবে সেরার দিক থেকে শীর্ষ ৫-এ নেই এই স্টেডিয়াম। সেদিক থেকে মুম্বাই থেকে শুরু করে কলকাতার ইডেন গার্ডেনের মতো স্টেডিয়ামে প্রথম খেলাটি না হয়ে, আহমেদাবাদ স্টেডিয়ামে হওয়ায় বিপাকে বিসিসিআই।

স্টেডিয়ামে যেখানে আসন সংখ্যা ১ লক্ষ ৩২ হাজার সেখানে বিশ্বকাপের (World Cup opening match) প্রথম ম্যাচে আসন ভরেছে মাত্র এক তৃতীয়াংশ। এদিন মোট ৪০০০ দর্শক উপস্থিত ছিলেন খেলা দেখতে। এ দেখেই ক্ষেপে উঠেছে ক্রিকেট মহল। গতকাল কোন উদ্বোধনী অনুষ্ঠান হয়নি। কেবল ক্যাপ্টেন্স ডে-র মধ্যে দিয়ে শুরু করা হয়েছে বিশ্বকাপ। গতবার ওয়ানডে ক্রিকেট ম্যাচ বাংলাদেশের সঙ্গে যুগ্ম ভাবে আয়োজন করেছিল ভারত। সেখানেও ঝলমলে ভাবে আয়োজিত হয়েছিল খেলাটি। এদিকে প্রতিবছর আইপিএল খেলাও জাঁকজমক ভাবে উদ্বোধনের মাধ্যমে শুরু হয়।

তাই অনেকের প্রশ্ন আইপিএল বা ওয়ানডে জাকজমক ভাবে শুরু করা গেলে বিশ্বকাপ (World Cup opening match) কেন জাঁকজমক পূর্ণভাবে শুরু হল না? একদিকে উদ্বোধন হীন বিশ্বকাপ অন্যদিকে প্রথম ম্যাচে কম দর্শক বিশ্বকাপকে সাদা কালো করে তুলেছে। মনে করা হচ্ছে বিসিসিআই দর্শকদের মধ্যে কোনো প্রকাশ উৎসাহ তৈরি করতে পারেনি। যেকারণে প্রথম ম্যাচেই দর্শক সংখ্যা কম।

Related Articles