দেশ

অ্যাকাউন্ট ফাঁকা? তারপরও ATM থেকে ১০,০০০ টাকা তুলতে পারবেন? কীভাবে? জেনে নিন

Advertisement
Advertisement

Pradhan Mantri Jan Dhan Yojana: অ্যাকাউন্ট ফাঁকা? ‘নো টেনশন’! কারণ অ্যাকাউন্টে টাকা না থাকলেও ব্যাঙ্ক থেকে বেশ কয়েক হাজার টাকা তোলা সম্ভব। শুনে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি! তবে এক্ষেত্রে টাকা তোলার বিশেষ পদ্ধতি আছে। সেই পদ্ধতি ঠিকঠাকভাবে মেনে চললেই ১ হাজার বা ২ হাজার নয়, মোট ১০ হাজার টাকা তোলা সম্ভব। কীভাবে এই টাকা তোলা যাবে? কারাই বা তুলতে পারবেন? সবটা এই প্রতিবেদনে আলোচনা করা হল।

Pradhan Mantri Jan Dhan Yojana

এই প্রতিবেদনে আলোচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী জনধন যোজনকে নিয়ে। এই যোজনার হাত ধরেই ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তোলা সম্ভব। যোজনাটির সূচনা ঘটেছিল ২০১৪ সালে। এই যোজনার অধীনে নাম নথিভুক্ত করতে পারলেই দুর্ঘটনা বীমা, জীবন বীমা, চেক বুক, পাসবুকের মতো পরিষেবা পাওয়া যায়।

Short Film
কল-গার্লকে সঙ্গে নিয়ে দীঘায় কুকর্ম স্কুল শিক্ষকের, শরীরে আগুন ধরাবে এই শর্টফিল্ম

প্রধানমন্ত্রী জনধন যোজনার সুবিধা (Benefits of Pradhan Mantri Jan Dhan Yojana)

প্রধানমন্ত্রী জনধন স্কীমের উল্লেখযোগ্য সুবিধা হল এক্ষেত্রে জিরো ব্যালেন্সে (Zero Balance) অ্যাকাউন্ট খোলার সুযোগ পাওয়া যায়। এক্ষেত্রে অ্যাকাউন্টে যদি কোনো টাকা না থাকে, তাহলে কোনো জরিমানা কাটা হয় না। এছাড়াও এই যোজনায় পাওয়া যায় একাধিক বীমার সুবিধাও। একদম ফ্রীতে মোবাইল ব্যাঙ্কিংয়েরও সুবিধা মেলে। দুর্ঘটনার শিকার হলে উপভোক্তা ২ লক্ষ টাকার পর্যন্ত বীমা পেয়ে থাকেন। আবার উপভোক্তা রূপে কার্ড পাওয়ারও সুযোগ পান। এই কার্ড ব্যবহার করে শপিং করা যাবে এবং ক্যাশও তোলা যাবে।

Pradhan Mantri Jan Dhan Yojana

কীভাবে প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে ১০ হাজার টাকা তোলা যাবে? (How can someone withdraw 10000 rupees through Pradhan Mantri Jan Dhan Yojana?)

এই স্কিমের সবচেয়ে বড়ো সুবিধা হল এক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকার ওভারড্রাফটের সুবিধা মেলে। এই ওভারড্রাফট পরিষেবার দৌলতেই ব্যাঙ্ক থেকে ১০ হাজার টাকা তোলা সম্ভব। এর জন্য যদিও অ্যাকাউন্টের বয়স কমপক্ষে ৬ মাস হওয়া প্রয়োজন। একইসঙ্গে উপভোক্তার বয়স ৬৫ বছরের বেশি হওয়া যাবে না। উপভোক্তার অ্যাকাউন্ট ৬ মাসের না হলে ২ হাজার টাকার ওভারড্রাফট করা সম্ভব হবে। এই পরিষেবা অনেকটা ছোট ঋণের মতো। এক্ষেত্রে খুবই অল্প পরিমাণ সুদ দিতে হয় উপভোক্তাকে।

Sangbad Safar Desk

We belong to that group who are addicted to journalism. Behind us, there is no big business organization to support us. Our pens do not flow under any other’s commands.

Related Articles