বিয়ে হল মানুষের জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ যার পূর্ববর্তী জীবন ও পরবর্তী জীবনে নানান পরিবর্তনের সম্মুখীন হতে হয় ছেলে-মেয়ে নির্বিশেষে উভয়কেই। তবে মহিলাদের ক্ষেত্রে পরিবর্তনটা কিছুটা বেশিই আসে। তাদের মনে নানান প্রশ্নের উদয় হয় আর সেই সকল উৎসুক্য সম্পর্কিত পিপাসা মেটানোর জন্য তারা ইন্টারনেটের সাহায্য নেন। আসুন জানা যাক নববধূরা ইন্টারনেটে কি কি বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে সার্চ করে থাকেন-
1) নাইট ড্রেস- মহিলারা সাধারণত নিজেদেরকে সাজিয়ে সুসজ্জিত অবস্থায় মেলে ধরতে পছন্দ করেন। বিশেষত বিয়ের পর পুরনো আমি সাথে পার্থক্য আনতে মহিলারা শাঁখা,সিঁদুরের পাশাপাশি নিজেদেরকে সুসজ্জিত করে তুলতে নাইট ড্রেস, বিকিনি কিংবা শাড়ির খোঁজ করে থাকেন।
2) কিভাবে নিরোধ বা পিলের ব্যবহার করা যায়- যৌনসঙ্গম সংক্রান্ত এই বিষয়টি অত্যন্ত গোপনীয় হওয়ার দরুন ইন্টারনেটের বিভিন্ন সাইট ঘুরে নানান আর্টিকেল এর সাহায্য নিয়ে মহিলারা এই সম্পর্কে নানান জ্ঞান অর্জন করে থাকেন।
3) সঙ্গমের টিপস- বর্তমানে আধুনিক সমাজে বিবাহ পূর্ববর্তী সময়েই বেশিরভাগ মানুষজন একে অপরের সাথে সংগমে লিপ্ত হয়ে থাকেন। তবুও যেসকল মহিলারা arrainged marraige করে থাকেন তাদের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হল ইন্টারনেটে বিভিন্ন ধরনের আর্টিকেল এর সাহায্য নিয়ে সঙ্গমের টিপস সংগ্রহ।
4) রান্নাঘরে আসবাবপত্র ও টুকিটাকি- বিবাহ পরবর্তী সময়ে নিজেদের নতুন পরিবার ও স্বামীকে খুশি করার জন্য মহিলারা নানান ধরনের রকমারি রান্না করে থাকেন আর সেই কারণেই ইন্টারনেটে রান্নাঘরের টুকিটাকি জিনিসপত্র ও আসবাবের সার্চ করে থাকেন নববধূরা।
5) হানিমুন স্পট- বেশিরভাগ কাপেল বর্তমানে বিবাহ পরবর্তী সময়ে নিজেদের হানিমুন ডেস্টিনেশন ঠিক করে ফেললেও অনেকেই বিবাহ পরবর্তী সময়ে তা ইন্টারনেটের সাহায্য নিয়ে নির্ধারণ করে থাকেন এবং এই ব্যাপারে নববধূদের মধ্যে যে প্রবণতাটি লক্ষণীয় তা হল বিভিন্ন ট্রাভেল ট্যুরিজম কোম্পানির সাথে যোগাযোগ ও ট্রাভেল ডেস্টিনেশন এর নানান তথ্য সংগ্রহ!