বন্ধ হতে চলেছে স্টার জলসার খুবই জনপ্রিয় এই সিরিয়াল, মন খারাপ দর্শকদের
এবার আর শেষ রক্ষা হল না। বন্ধ হতে চলেছে ‘আলতা ফড়িং’। স্টার জলসার পর্দায় শুরু হতে চলেছে ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। ‘আলতা ফড়িং’-এর জায়গায় অর্থাৎ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নতুন ধারাবাহিকটি সম্প্রচারিত হবে। তবে কি আলতা ফড়িং সত্যিই শেষ হতে চলেছে! কী ভবিষ্যত এই ধারাবাহিকের। তবে এবার আর নয় কোনো জল্পনা। শনিবার ধারাবাহিকের শেষ শ্যুটিং সারলেন ধারাবাহিকের কলাকুশলীরা।
নতুন ধারাবাহিক টেলিভিশনের পর্দায় আসা মানেই কোনো একটি ধারাবাহিক বন্ধ হয়ে যাওয়া কিংবা সময়ের ব্যাপক রদবদল। ‘আলতা ফড়িং’ এর আগে ‘মেয়েবেলা’-র সম্প্রচারের সময় স্লট হারায়। তখন থেকে এই ধারাবাহিক বন্ধ হওয়ার কথা ওঠে। তবে এবার আর শেষরক্ষা হল না। এবার শেষ হতে চলেছে ধারাবাহিক আলতা ফড়িং। প্রায় ৪০০ পর্ব পেরিয়ে এবার শেষ হতে চলেছে ধারাবাহিকটি। মাঝপথেই এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে থাকে।
‘আলতা ফড়িং’-এ হিরো হয়ে যায় ভিলেন, এরপর গল্পে পদার্পণ করে নতুন হিরো, ভাসুরের সঙ্গে গল্পের নায়িকার বিয়ে হয়ে যায়, ফড়িং হয়ে যায় গর্ভবতী। এছাড়া ফড়িং ও তার ব্যাঙ্ক বাবুর প্রেমের কাহিনিতে নানান প্লট পরিবর্তন পছন্দ করেননি দর্শকেরা। এরপর ধীরে ধীরে টিআরপি কমতে শুরু করে ধারাবাহিকের। গল্পে জনপ্রিয়তা বাড়াতে ফড়িং-এর জুড়ুয়া বোনকে নিয়ে আসা হয়।
কিন্তু তাতেও মজেনি দর্শক। গত শনিবার অবশেষে ধারাবাহিকের শেষ দিনের শ্যুটিং হয়। শ্যুটিং-এ দেখা যায় ফড়িং-এর ব্যাঙ্ক বাবুকে। প্রযোজক সুশান্ত দাসকেও দেখা যায়। খেয়ালি শেষ দিনের কাজের ছবি নিজের সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেন যেকানে সকলকে দেখা গিয়েছে। তবে কি এবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে দেখা যাবে নতুন ধারাবাহিক! সেই প্রশ্নের উত্তর অস্পষ্ট। তবে অন্য টাইম স্লটে যাওয়ার সম্ভাবনা বেশ কম।