বিনোদন

পাকিস্তানের জামাই হচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান? প্রেমে হাবুডুবু খাচ্ছে সুন্দরী এই কন্যা!

এতদিন যাবৎ কিং খানের প্রতি নিজেদের ভালোবাসার বয়ান দিতেন পাকিস্তানি সুন্দরীরা আর এইবার বাবার ধারা বজায় রেখে ছেলে আরিয়ানও পাক সুন্দরীদের কাছে পাচ্ছেন ভালোবাসার প্রস্তাব! পাক সুন্দরী সজল আলি এবার মন দিয়ে বসলেন শাহরুখ পুত্রকে। ইনস্টাস্টোরিতে মিলল প্রেমের ঝলক। কি প্রতিক্রিয়া জানাচ্ছে আপামর দেশবাসী? আসুন জেনে নেওয়া যাক।

শাহরুখকন্যা সুহানা সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত একটিভ। তবে দাদা আরিয়ান সেক্ষেত্রে একদমই উল্টো। তবুও স্ক্যান্ডলের পরও শাহরুখপুত্রর সোশ্যাল মিডিয়া ফ্যান ফলোয়ার্স খুব একটা কম নয়। শাহরুখপুত্রের প্রেয়সীরা যে বর্ডার পাড়েও রয়েছেন এইবার সেই প্রমাণই মিলল। শ্রীদেবীর “মম” কোস্টার সজল আলী নিজের ইন্সটা স্টোরিতে শাহরুখ পুত্রের ছবি পোস্ট করে মাতলেন ভালোবাসার আবহে।

পাকিস্তানের জামাই হচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান? প্রেমে হাবুডুবু খাচ্ছে সুন্দরী এই কন্যা!

ইনস্টাগ্রামে বুধবার দিন সজল আলী পোস্ট করেন আরিয়ান খানের একটি ক্যানডিড ম্যাজিক আওয়ারের ফটো। যেখানে ব্যাকগ্রাউন্ড এ জুড়ে দিয়েছিলেন শাহরুখ-অনুষ্কার জনপ্রিয় সুপারহিট গান “hawaye”। শাহরুখ পুত্রের প্রতি ভালোবাসার ইজহার কি এভাবেই করলেন সজল? প্রশ্ন উঠছে! আর এই ইনস্টাগ্রাম পোস্টের জেরেই নতুন করে উঠে এসেছে নাসিম-উর্বশী প্রসঙ্গ!

পাকিস্তানের জামাই হচ্ছেন শাহরুখ খানের ছেলে আরিয়ান? প্রেমে হাবুডুবু খাচ্ছে সুন্দরী এই কন্যা!

দিন কয়েক আগেই ক্রিকেটার নাসিম শাহের সাথে রোম্যান্টিক ভিডিওর এডিট পোস্ট করে অনুগামীদের কাছে বেজায় ট্রোলড হয়েছিলেন উর্বশী। আর সেই ট্রোলিং ঘুড়িয়ে দিতেই এদিন সজলকে পাল্টা নিশানা করে সমালোচনাকারীরা লেখেন,”আন্টি সজল আরিয়ানের সঙ্গে ঠিক তেমনটা করলেন যেমনটা উর্বশী নাসিমের সাথে করেছিল..বিষয়টা একদম বরাবর হয়েগেল।” তবে সম্পুর্ন বিতর্ক নিয়ে মুখ খুলতে শোনা যায়নি সজলকে।