বিনোদন

Dev: দেবের বিরুদ্ধে হাইকোর্টে মামলা!

এবার থানায় অভিযোগ দায়ের করা হলো জনপ্রিয় টলিউড অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেবের বিরুদ্ধে! যা শোনার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিনেতার অনুরাগীরা। আসলে সাম্প্রতিক সময়টা মোটেই ভালো যাচ্ছে না টলিউডের তারকাদের জন্য। বিভিন্ন কান্ডে নাম উঠে আসছে একের পর এক তারকার। তবে সেরকম কোনো ব্যাপার নয় অন্য একটি কারণে অভিযোগ দায়ের করা হয়েছে দেবের বিরুদ্ধে।

আসলে তিনি নাকি শান্তি বিঘ্নিত করছেন প্রতিবেশীর, এমনই দাবি অভিযোগকারীর। দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে যে ফ্ল্যাটে থাকেন অভিনেতা তারই প্রতিবেশী তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আসলে বাড়ির উপরেই ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’ নামক একটা অফিস বানানো হয়েছে। সেটাই রয়েছে অশান্তির নেপথ্যে।

জানা গিয়েছে, ওই অভিযোগকারীর নাম জকি নিকোলাস বার্ড। যিনি তার স্ত্রী ও কন্যাকে নিয়ে ওই আবাসনের ২৮ তলায় থাকেন। তার উপরের তলাতে দেবের অফিস রয়েছে। দিনের পর দিন সেখানে প্রবল শব্দে বিঘ্নিত হচ্ছে ওই দম্পতির শান্তি। আসলে ওই ব্যক্তির স্ত্রী অসুস্থ আর দেবের ফ্ল্যাটের এমন তীব্র শব্দের কারণে আরও অসুস্থতা বাড়ছে বলেই দাবী করেছেন তিনি।

এই বিষয়ে দেবকে অভিযোগ জানালেও তাতে কোনো ফল মেলেনি। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। গত বছর এই বিষয়ে কলকাতা পৌরসভার অবস্থান জানতে চেয়েছিল কলকাতা হাইকোর্ট। পৌরসভার তরফ থেকে জানানো হয় খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দেব অবশ্য দাবী করেছিলেন সেখানে কোনো ব্যবসায়িক কাজ হয় না। তবে সেখানে ব্যবসায়িক কাজ চলছে বলেই অভিযোগ প্রতিবেশীর।