‛চঞ্চল মন আনমোনা হয়’ গানের তালে প্রানবন্ত নাচ সুন্দরী যুবতীর, প্রশংসায় পঞ্চমুখ নেটজনতা

ইউটিউবকে অনেকেই নিজের পেশা বানিয়ে নিয়েছেন। নিজেদের প্রতিভার নানান ভিডিও খুব সহজে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য ইউটিউবের থেকে ভালো মাধ্যম আর কিছু হতে পারে না। তাই এই মাধ্যমে বর্তমানে মানুষের আনাগোনা যেমন বেড়েছে তেমনই বেড়েছে ভিডিও পোস্ট করার আগ্রহ। ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়লে একসময় অর্থ উপার্জন করা যায়।
তাই এই মাধ্যম অর্থ উপার্জনের জন্য একটি সহজ মাধ্যম। ইউটিউব দুনিয়ায় অনেকেই জনপ্রিয়। তাদের নাচের কিংবা গানের ভিডিও পোস্ট করে থাকেন। অনেকে কমেডি ভিডিও বানান। তেমনই সেই ভিডিও নিয়ম করে ভাইরাল হয়ে যায়। তেমনই সম্প্রতি একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
সেই ভিডিওতে এক সুন্দরী যুবতীকে নাচ করতে দেখা গিয়েছে। ‘চঞ্চল মন আনমনা হয়’ গানে নাচ করতে দেখা গিয়েছে সাদা রং-এর শাড়িতে ওই যুবতী সেজে উঠেছেন। সাদা শাড়ির সঙ্গে পরেছেন সাদা ব্লাউজ। ব্লাউজ ফুল হাতা। এমন সাজে মাথায় দিয়েছেন ফুল। একেবারে সাধারণ সাজেও তাকে খুব মিষ্টি দেখাচ্ছিল।
ভিডিওটি দেখে বোঝা যাচ্ছে এটি বাড়ির ছাদে তোলা হয়েছে। ভিডিওটি পোস্ট করতেই তা ভাইরাল হতে সময় নেয়নি৷ ইতিমধ্যে ১৭ লক্ষ মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। জানা গিয়েছে ওই যুবতীর নাম বিদীপ্তা। বিদীপ্তার নাচ দেখে সকলেই অভিভূত। নেট দুনিয়ায় ভাইরাল তার নাচ।