অর্থনীতিনিউজ

SBI না HDFC, কোন ব্যাঙ্কে টাকা রাখলে বেশি লাভ পাবেন প্রবীণ নাগরিকরা? সুদের হার দেখে নিন

Advertisement
Advertisement

Fixed Deposit: ভবিষ্যতের কথা চিন্তা করে আজকাল কমবেশি সকলেই মনোযোগ দিচ্ছেন বিনিয়োগের দিকে। বর্তমানে বিনিয়োগের একগুচ্ছ মাধ্যম খুলে গিয়েছে। তবে তরুণদের কিন্তু সবচেয়ে বেশি পছন্দ মিউচুয়াল ফান্ড (Mutual Fund) বা শেয়ার মার্কেট। অন্যদিকে এখানে টাকা সুরক্ষিত না থাকার কারণে প্রবীণ নাগরিকরা আজও ভরসা রেখেছেন ফিক্সড ডিপোজিটে (Fixed Deposit)। আর এবার সাধারণের কথা চিন্তা করে ফিক্সড ডিপোজিটে দেশের সবথেকে বড় দুই ব্যাঙ্ক নিয়ে এলো একগুচ্ছ বদল।

এমনিতেই দেশের প্রায় কম বেশি সকল ব্যাঙ্কেই প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিট করলে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। আর এবার দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI এবং বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক HDFC প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করে বিশেষ ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) স্কিমের ঘোষণা করলো। একদিকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা SBI চালু করেছে উইকেয়ার এফডি। আর অন্যদিকে HDFC ব্যাঙ্ক চালু করেছে সিনিয়র সিটিজেন কেয়ার এফডি। এক নজরে দেখে নেওয়া যাক বিস্তারিত।

HDFC- প্রবীণ নাগরিকদের কথা চিন্তা করে সম্প্রতি HDFC যে ফিক্সড ডিপোজিট প্রকল্প নিয়ে হাজির হয়েছে সেখানে বিনিয়োগ করার জন্য নূন্যতম বয়স হতে হবে ৬০ বছর। ন্যূনতম ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারবেন ইচ্ছুক গ্রাহক। সর্বোচ্চ ১০ বছরের জন্য করা যাবে বিনিয়োগ। এই প্রকল্পের অধীনে ৭.৭৫ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। যা সাধারন ফিক্স ডিপোজিট এর তুলনায় ০.৭৫ শতাংশ বেশি। যদিও এই সুদের হার কিন্তু কেবলমাত্র ৫ কোটি টাকার কম আমানতের ওপরই পাওয়া যাবে। ২০২০ সালে পথ চলা শুরু করেছে এই প্রকল্প। বর্তমানে যারা এই প্রকল্পে বিনিয়োগ করতে চাইছেন তাদেরকে ১১ মে ২০২৪ সালের মধ্যেই বিনিয়োগ করে ফেলতে হবে।

SBI- প্রবীণ নাগরিকদের জন্য যে ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে SBI তাতে একগুচ্ছ সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। এক্ষেত্রেও ন্যূনতম ৫ বছরের জন্য বিনিয়োগ করতে হবে। সর্বোচ্চ বিনিয়োগ করা যাবে ১০ বছরের জন্য। সাধারণ ফিক্সড ডিপোজিট এর তুলনায় ০.৫০ শতাংশ বেশি সুদ পাওয়া যাবে এই ব্যাঙ্কে। অর্থাৎ ৭.৫০ শতাংশ সুদ পাবেন প্রবীণ নাগরিকরা। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মধ্যে করতে হবে বিনিয়োগ। তাহলেই কিন্তু মিলবে এই সুবিধা।

তাহলে আর দেরি কিসের? বার্ধক্য জীবন যদি সুখে শান্তিতে কাটাতে হয় তাহলে আজই বিনিয়োগ করা যেতে পারে SBI বা HDFC ব্যাঙ্কের বিশেষ এই ফিক্সড ডিপোজিট প্রকল্পে।

Related Articles